সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ জন। যদিও বেসরকারি মতে, সংখ্যাটা ৬০ ছাড়িয়েছে। বুধবার কর্ণাটকে আরও চার জন নতুন করে সংক্রামিত হয়েছেন বলে খবর মিলেছে। দুবাই ফেরত এক ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন রাজস্থানে। তবে সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে কেরলে।
সংক্রমণ রুখতে সে রাজ্যের স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চলতি মাসের শেষপর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হলও। অভিযোগ উঠেছে, বিদেশ ফেরত বহু নাগরিক তাঁদের ভ্রমণ বৃত্তান্ত গোপন রাখছেন। তা আইনত অপরাধ উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেরল সরকার।
Kerala Health Minister: According to Public Health Act,people who are supporting or hiding anything that leads to spreading of the disease is a crime. Those who are not revealing their travel history of coming back from affected areas&countries will be considered a crime. (10.03) pic.twitter.com/CgUFlqsTDE
— ANI (@ANI) March 11, 2020
কেরলে বিদেশ ফেরত বহু যাত্রী নিজেদের ভ্রমণ সংক্রান্ত তথ্য দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন খোদ কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। তাঁর কথায়, জনস্বাস্থ্য আইন অনুযায়ী যারা সংক্রমণ ছড়াতে পারে এমন ব্যক্তিরা রোগ সংক্রান্ত তথ্য গোপন করলে তা অপরাধ। যারা বিদেশ থেকে ফিরে নিজেদের ভ্রমণ তথ্য সামনে আনছেন না, তারা অপরাধ করছেন বলেও দাবি করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, থাইল্যান্ড, ইতালি, চিন ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
Kerala Health Minister KK Shailaja: If they become positive, they will spread the disease. So we are asking them to reveal their identity&contact health department.Chief Minister has announced that hiding travel history is a crime&proper action will be taken. (10.03) #CoronaVirus https://t.co/PytGhiENAd
— ANI (@ANI) March 11, 2020
ইতালির বিমানবন্দরে প্রচুর ভারতীয় আটকে রয়েছেন বলে সূত্রের খবর। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত নন, এমন সার্টিফিকেট না পেলে বিমানে উঠতে পারছেন না বলেও খবর। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
Kerala Chief Minister Pinarayi Vijayan writes to PM Narendra Modi saying, we are receiving information that many Indians are stranded in airports in Italy as they are not able to board flights to India without the certificates of having tested negative for COVID 19. https://t.co/jSVNNGQg2I pic.twitter.com/LVO4hf1keI
— ANI (@ANI) March 10, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.