Advertisement
Advertisement

Breaking News

‘কাকুটা লাল জামা পরে ছিল’! নির্যাতিতা শিশুর বয়ানেই পুলিশের জালে ধর্ষক

স্কুলের মধ্যেই লালসার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী৷

6-year-old raped in Delhi school, electrician held
Published by: Tanujit Das
  • Posted:August 10, 2018 3:46 pm
  • Updated:August 10, 2018 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল জামা পরা স্কুলের কাকু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে’ ধর্ষণে অভিযুক্তকে চিহ্নিত করতে পুলিশকে এইটুকুই সূত্র দেয় ছ’বছরের শিশুটি৷ আর সেই সূত্র ধরেই কার্যত গর্ত থেকে অভিযুক্তকে টেনে বের করল পুলিশ৷ অভিযুক্ত ওই স্কুলেরই এক ইলেকট্রিশিয়ান৷ ইতিমধ্যেই তার বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ দোষীর কড়া শাস্তির দাবি তুলেছে শিশুটির পরিবার৷

[ট্রেনের সামনে কিকি চ্যালেঞ্জ! স্টেশন সাফাইয়ের শাস্তি তিন যুবককে]

Advertisement

গত বুধবার ঘটনাটি ঘটছে দিল্লির গোলে মার্কেট এলাকার একটি স্কুলে৷ জানা গিয়েছে, ছুটির পর বাসের অপেক্ষায় স্কুলের মধ্যেই বসে থাকে দ্বিতীয় শ্রেণির ওই শিশুটি৷ তখনই তাকে চকোলেটের টোপ দিয়ে স্কুলের পাম্প ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত৷ সেখানেই তার উপরে যৌন অত্যাচার চালায় সে৷ জানাজানি হওয়ার ভয়ে, শিশুটিকে মুখ বন্ধ রাখারও হুমকি দেয়৷ ভয় দেখায়৷ শিশুটির মা জানিয়েছেন, মেয়ে বাড়ি ফিরলে জামার নিচের অংশে রক্তের দাগ দেখতে পান৷ তখনই সন্দেহ হয় তাঁর৷ সমস্ত বিষয়টি জানতে চান মেয়ের কাছ৷ মায়ের সামনে কার্যত ভেঙে পড়ে ওই একরত্তি শিশুটি৷ জানায়, লালা জামা পড়া স্কুলের এক কাকু তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে৷

[মুসলিমকে বিয়ে, বাঙালি মহিলার শ্রাদ্ধের অনুমতি দিল না দিল্লির কালীমন্দির]

জানা গিয়েছে, মেয়ের মুখ একটুকু শোনার পর আর সময় নষ্ট করেনি শিশুটির অভিভাবক৷ দ্বারস্থ হয় স্থানীয় কাউন্সিলরের৷ তাঁকেও জানায় সমস্ত ঘটনা৷ এরপর ওই কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তাঁরা যান পুলিশের কাছে৷ পুলিশের সামনেও অভিযুক্ত সম্পর্কে কেবল ওইটুকু সূত্রই দিতে পারে মেয়েটি৷ এর ভিত্তিতেই দায়ের হয় অভিযোগ৷ এরপর অভিযুক্তের খোঁজ শুরু করেন পুলিশ অফিসাররা৷ লাল জামার সূত্র ধরেই বৃহস্পতিবার খোঁজ মেলে অভিযুক্তর৷ ইতিমধ্যে, শিশুটিরও মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ সূত্রের খবর, তার সঙ্গে ঠিক কি হয়েছে তা পুরোপুরি বুঝতে না পারলেও, মানসিক দিক থেকে ভেঙে পড়েছে সে৷ শুক্রবার, অভিযুক্তকে তোলা হচ্ছে আদালতে৷ তাকে হেফাজতে চাইতে পারে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement