সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত উপত্যকায় ফের সাফল্য ভারতীয় সেনার৷ ভোররাত থেকে চলা এনকাউন্টারে নিকেশ ছ’জন জঙ্গি৷ সেনা সূত্রে খবর, খতম ওই জঙ্গিরা জাকির মুসার অনুগামী৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ পুলওয়ামার বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে সেনা৷
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা৷ সেই খবরের ভিত্তিতেই শনিবার ভোররাতে আরামপুরা জেলায় শুরু হয় তল্লাশি অভিযান৷ গা ঢাকা দিয়ে বসে থাকা জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দিতে ছাড়েননি জওয়ানরাও৷ শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই৷ তখনও ঠিকভাবে ভোরের আলোও হয় তো ফোটেনি৷ এরপরই গুলির লড়াই বন্ধ হয়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একে একে ছ’টি জঙ্গির দেহ উদ্ধার করে সেনা৷
নিকেশ হওয়া এই ছয় জঙ্গি জাকির মুসার অনুগামী বলেই সেনা সূত্রে খবর৷ তাদের খোঁজে দীর্ঘদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল সেনা৷ শনিবারের এনকাউন্টারে মিলল সাফল্য৷ খতম হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷
#UPDATE Jammu and Kashmir: Six terrorists killed in the ongoing encounter in Tral, Pulwama. Arms and ammunition recovered. Operation over. pic.twitter.com/FVwNhS85Q5
— ANI (@ANI) December 22, 2018
গত সপ্তাহে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুলওয়ামা৷ এই ঘটনায় সাতজন নাগরিক, একজন সেনা জওয়ান এবং তিনজন জঙ্গি-সহ মোট এগারোজন প্রাণ হারায়৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও পুলওয়ামায় নিকেশ জঙ্গি৷ একের পর এক জঙ্গি নিকেশের ঘটনায় স্বস্তিতে প্রশাসন৷ এদিকে, শুক্রবার কেরন সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷ শহিদ হন দুই ভারতীয় সেনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.