সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মধুবনি থেকে আইএস জঙ্গি সন্দেহে ছ’জনকে গ্রেফতার করল এনআইএ৷ এদের মধ্যে দু’জন পাক নাগরিক৷ এনআই সূত্রে খবর, মধুবনির একটি বাড়িতে বেশ কিছুদিন ভাড়া নিয়েছিল ওই পাঁচজন৷ তাদের কাছ থেকে আইএস পতাকা, বেশ কিছু মডেল, অনেকগুলি মোবাইল সিম এবং সন্দেহজনক কিছু কাগজ উদ্ধার করা হয়েছে৷
উর্দু এবং আরবি ভাষায় লেখা কাগজগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেই গোয়েন্দা আধিকারিকদের ধারণা৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা দিনকয়েক আগেই সতর্ক করেছিলেন, বিহার, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে আইএস এবং পাক জঙ্গিদের একটি মদতকারী দল ঢোকার চেষ্টা করছে৷ সেইমতো প্রতিটি রাজ্যের পুলিশ কর্তা এবং রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, সন্দেহভাজন ওই ছ’জনের উপর বেশ কয়েকদিন ধরে নজরদারি চলছিল৷ তাদের গতিবিধি ছিল বেশ সন্দেহজনক৷ বৃহস্পতিবার সকালেই এই ছ’জনকে গ্রেফতার করা হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.