সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে মাদক (Drugs) পাচারের অন্যতম ঘাঁটি হয়ে উঠছে গুজরাটের (Gujarat) সমুদ্রবন্দরগুলি। এবার পোরবন্দর থেকে উদ্ধার ৪৫০ কোটি টাকা মূল্যের মাদক। এই ঘটনায় জড়িত ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা প্রত্যেকেই পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে। গত মাসেই ২০০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছিল গুজরাট উপকূলে। মোদি-শাহর রাজ্যে লাগাতার মাদক পাচারের ঘটনায় অস্বস্তিতে এনসিবি।
গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে পোরবন্দরের কাছে নজরদারি চালাচ্ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB), ভারতীয় কোস্ট গার্ড এবং গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াডের (ATS) আধিকারিকরা। জানা গিয়েছে, পোরবন্দরের কাছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে ওই ৬ পাকিস্তানি নাগরিক। তখনই তাঁদের গ্রেপ্তার করেন গোয়েন্দারা। এনসিবি সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের কাছ থেকে ৪৫০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
গত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল গুজরাট উপকূল তথা বন্দর এলাকা থেকে। গত ২৮ ফেব্রুয়ারি নৌসেনা ও নারকোটিক ব্যুরোর (NCB) যৌথ অভিযানে পোরবন্দরের (Gujarat’s Porbandar) একটি জাহাজ থেকে উদ্ধার হয়েছিল ৩৩০০ কিলোগ্রাম মাদক। যার বাজার মূল্য ২ হাজার কোটি টাকা। সেবার গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত পাঁচ পাকিস্তানি নাগরিককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.