Advertisement
Advertisement
Telangana

তেলেঙ্গানার জঙ্গলে ভয়ংকর গুলির লড়াই, খতম ৬ মাওবাদী, আহত দুই জওয়ান

আহত দুই জওয়ানের চিকিৎসা চলছে হাসপাতালে।

6 Naxals killed in exchange of fire with security forces in Telangana
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 5, 2024 12:13 pm
  • Updated:September 5, 2024 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোরে তেলেঙ্গানার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়ংকর গুলির লড়াই বাঁধে মাওবাদীদের। এই অভিযানে খতম হয়েছে ৬ মাওবাদী। তবে এই সংঘর্ষে আহত হয়েছেন দুই জওয়ান। হাসপাতালে চিকিৎসা চলছে দুজনের। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তেলেঙ্গানার ভদ্রদ্রি কথাগুডেম জেলার একটি জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর একটি দল। খুঁজে বের করা হয় মাওবাদীদের। শুরু হয় এনকাউন্টার। আর তাতেই নিকেশ হয় ৬ মাওবাদী। তবে এই সংঘর্ষে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এনিয়ে কথাগুডেম জেলার পুলিশ সুপার রোহিত রাজ সংবাদমাধ্যমে জানান, “আজ সকালে কথাগুডেম জেলায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে লড়াই শুরু হয়। আহতদের চিকিৎসা চলছে।” 

Advertisement

উল্লেখ্য, গত মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড (DRG) এবং সিআরপিএফ। ঘটনাস্থলে পৌঁছতেই মাওবাদীদের সঙ্গে দফায় দফায় শুরু হয় গুলির লড়াই। তাতেই গুলিবিদ্ধ হয় বেশকিছু মাওবাদী। বাকিরা গভীর জঙ্গল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্রও। সেদিনের ঘটনার পর চলতি বছরে শুধু ছত্তিশগড়েই ১৫৪ জন মাওবাদী নিকেশ হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে। এবার তেলেঙ্গানাতেও বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement