Advertisement
Advertisement
বিজেপিতে যোগ বিধায়কের

ঝাড়খণ্ডে বিজেপিতে যোগ ৬ বিরোধী বিধায়কের, ভোটের মুখে চাঙ্গা গেরুয়া শিবির

ডিসেম্বরেই নির্বাচন হওয়ার কথা ঝাড়খণ্ডে।

6 MLAs from opposition parties join BJP in Jharkhand
Published by: Subhajit Mandal
  • Posted:October 23, 2019 2:16 pm
  • Updated:October 23, 2019 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস দুয়েকের মধ্যেই নির্বাচন। তার আগে বড়সড় ধাক্কা খেল ঝাড়খণ্ডের বিরোধী শিবির। ভোটের মুখে গেরুয়া শিবিরে নাম লেখালেন মোট ৬ বিধায়ক। এদের মধ্যে ৩ জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক এবং ২ জন কংগ্রেসের বিধায়ক। অপর একজন ‘নব জওয়ান সংঘর্ষ মোর্চার’ সদস্য। বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপস্থিতিতে এই ৬ জন বিধায়ক বিজেপিতে যোগ দেন। এর ফলে ঝাড়খণ্ড বিধানসভায় শক্তি আরও বাড়ল গেরুয়া শিবিরের। অন্যদিকে, বিরোধী শিবিরের শক্তি তলানিতে।

বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক কুণাল সারেঙ্গি, জে পি ভাই প্যাটেল এবং চামরা লিন্ডা বিজেপিতে নাম লেখান। অন্যদিকে, কংগ্রেসের দুই বিধায়ক সুখদেব ভগত এবং মনোজ যাদব এবং নব জওয়ান সংঘর্ষ মোর্চার বিধায়ক ভানু প্রতাপ সিহি বিজেপিতে নাম লেখান। ৬ বিধায়ক গেরুয়া শিবিরে নাম লেখানোর ফলে ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। অন্যদিকে বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক সংখ্যা কমে হল ১৬। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল মাত্র ৬।

[আরও পড়ুন: হরিয়ানায় উলটো ফলের ইঙ্গিত নয়া সমীক্ষায়, আশায় বুক বাঁধছে কংগ্রেস]

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৪ আসনের মধ্যে ১২টিই দখল করে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের দখলে যায় মাত্র ২টি আসন। লোকসভা ভোটের এই ফলাফলের পর থেকেই ঢিলেঢালা হয়ে যায় বিরোধী শিবির। তারপর এই শক্তিক্ষয় আরও সমস্যা বাড়াবে বিরোধী শিবিরে। তবে বিরোধীদের জন্য আশার কথা, বিজেপির মোকাবিলা করতে এবছর মহাজোট করছে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। কিন্তু ভোটের মাত্র মাস দুই আগে এভাবে বিরোধী শিবিরে ভাঙন ধরায় মহাজোটেও শেষরক্ষা হবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় বিরোধী শিবিরও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement