সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে (Delhi)। সোমবার সকালে দিল্লির উদয় নগরের জুতো কারখানায় (Shoe Factory) আগুন লাগে। গত কয়েক ঘণ্টা ধরে দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখনও কোনও হতাহতের খবর মেলেনি। যদিও ৬ জন শ্রমিকের হদিশ মিলছে না। এমনটাই জানিয়েছে দমকলবাহিনী।
এদিন সকালে সাড়ে আটটা নাগাদ ফোন পায় দিল্লির দমকলবিভাগ। জানানো হয়, দিল্লির উদয় নগরের জুতো তৈরির কারখানায় আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ২৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। উদয় নগরে ঘনবসতিপূর্ণ এলাকা। এদিকে কারখানার প্রচুর দাহ্যবস্তু মজুত করা রয়েছে বলে খবর। যার জেরে এলাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Delhi: Fire fighting operations underway at a shoe factory in Udyog Nagar where a fire broke out this morning. 24 fire tenders are present at the spot, no casualties reported so far. pic.twitter.com/TBbGbDVMw3
— ANI (@ANI) June 21, 2021
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। চামড়া পোড়ার গন্ধে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। তার মধ্যে সংকীর্ণ এলাকা হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে দমকলবাহিনীর। কিন্তু কারখানার অন্দরে দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কারখানার ভিতর ক’জন আটকে রয়েছে, সে বিষয়টিও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.