ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। জানা গিয়েছে, হাইওয়ে ধরে যাচ্ছিল একটি গাড়ি। আচমকাই মাঝরাস্তায় ইউ টার্ন নিতে যায় একটি ট্রাক। সেই সংঘর্ষেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ যাত্রীর। ভয়াবহ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন আমজনতা।
ঘটনাটি ঘটেছে সোয়াই মাধোপুর জেলার বানাস সেতুর কাছে। জানা গিয়েছে, মৃতরা সকলেই সিকর জেলার বাসিন্দা। রণথম্বোরের ত্রিনেত্র গণেশ মন্দিরে যাচ্ছিলেন সকলে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ধরে তাঁদের গাড়ি যাচ্ছিল। আচমকাই নিয়ম ভেঙে মাঝরাস্তায় ইউ টার্ন নেয় একটি ট্রাক। প্রচণ্ড গতিতে চলতে থাকা গাড়ির চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। সজোরে ট্রাকে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী গাড়িটি। সঙ্গে সঙ্গেই গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ জনের। জানা গিয়েছে গাড়িতে ছিলেন মণীশ শর্মা ও তাঁর অনিতা শর্মা। দুজনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এছাড়াও পরিবারেরই সদস্য সতীশ শর্মা, পুনম, সন্তোষ, কৈলাসও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গাড়িতে ছিল মণীশের দুই কন্যা মানান ও দীপালি। গুরুতর আহত হয়েছে দুই খুদে। ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে নিয়ম ভেঙে ইউ টার্ন নেওয়ার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছে ট্রাকের চালক।
মর্মান্তিক ঘটনার পরেই শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শোকার্ত পরিবারকে সমস্ত রকম সহায়তা করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীও শোকপ্রকাশ করেছেন। তবে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। সেই দেখে শিউরে উঠছেন আমজনতা।
सवाई माधोपुर हादसे का लाइव वीडियो, ट्रक चालक की एक लापरवाही से ऐसे खत्म हो गया था सीकर का एक परिवार, 6 लोगों की हुई थी मौत। @FMSIKAR #Sikar #Sawaimadhopur #Rajasthan #Accident #Live #Video pic.twitter.com/x31Z8KDUis
— Naveen Parmuwal (@naveenparmuwal) May 8, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.