Advertisement
Advertisement

Breaking News

Gujarat

রেষারেষির জের! গুজরাটে বাস-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৬ জনের

বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অটোতে।

6 Killed After Bus Crashes Into Auto In Gujarat
Published by: Kishore Ghosh
  • Posted:April 17, 2025 5:42 pm
  • Updated:April 17, 2025 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা। সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতেরা সকলেই অটোর যাত্রী। পুলিশ জানিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অটোতে। তাতেই বিপত্তি ঘটে যায়। বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, অন্য বাসের সঙ্গে রেষারেষি চলছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাটন জেলার সামি গ্রামের কাছে সামি-রাধাপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসটি গুজরাটের হিম্মতনগর থেকে কচ্ছের যাচ্ছিল। সামি-রাধাপুর সড়কে উলটো দিক থেকে আসছি যাত্রীবোঝাই একটি অটো। স্থানীয় মানুষের দাবি, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপরেই সেটি উলটো দিক থেকে আসা একটি অটোতে সরাসরি ধাক্কা মারে।

Advertisement

দুর্ঘটনায় অটোর চালক-সহ ছয় জনেরই মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রত্যেকের। পুলিশকর্তা ভিকে ন্য়ায়ি বলেন, চালক এবং পাঁচ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ধাক্কার তীব্রতায় বাসের নিচে ঢুকে যায় অটোটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub