Advertisement
Advertisement

গুরুগ্রামে ভেঙে পড়ল বহুতল, মৃত্যু ৬ জনের

২৪ ঘণ্টা পরও চলছে উদ্ধারকাজ।

6 dead in Gurugram building collapse
Published by: Bishakha Pal
  • Posted:January 25, 2019 10:54 am
  • Updated:January 25, 2019 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুগ্রামে বহুতল ভেঙে মৃত্যু হল ছয় জনের। ঘটনাটি হয়েছে উল্লাওয়া এলারায়। বৃস্পতিবার শহরে একটি চারতলা বাড়ি হঠাৎই ভেঙে পড়ে। উদ্ধারকাজ এখনও চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বহুতলের নিচে আরও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ঘোষণা করেছেন, বহুতল ভেঙে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, বহুতলের সবচেয়ে উপরতলার ছাদ আচমকা ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে। তার ফলে গোটা বাড়িটাই ক্ষতিগ্রস্ত হয়। যাঁরা মারা গিয়েছেন তাঁরা দুই বা তিন তলায় ছিলেন।

Advertisement

ফের বিগ বি’র কংগ্রেস যোগ, ‘মামু’র কথাতেই রাজনীতিতে প্রিয়াঙ্কা! ]

গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সুভাষ বোকান জানিয়েছেন, ছ’জনের মধ্যে এখনও পর্যন্ত চার জনের পরিচয় জানা গিয়েছে। তাঁদের মধ্যে তিন জনের নাম কূলদীপ (৩২), বিশাল (১৭), আলতাফ (২৪)। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা তাঁরা। আর এক জনের নাম আনন্দ। তাঁর বাড়ি বিহারের সমস্তিপুরে। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সকাল সোয়া পাঁচটা নাগাদ গুরুগ্রামের দমকল কন্ট্রোল রুমে ফোন আসে। তখনই দমকলকর্মীরা বহুতল ভেঙে পড়ার খবর জানতে পারেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান তাঁরা। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরেও। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু পরিস্থিতি এতটাই মারত্মক ছিল ২৪ ঘণ্টা পর্যন্ত কোনও আহত বা মৃত্যুর খবর সামনে আসেনি। ছ’জনের মৃত্যুর খবর সামনে আসে শুক্রবার। তবে এখনও অনেকে বহুতলের নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এখনও চলছে উদ্ধারকাজ। প্রায় দেড়শো জন উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন গুরুগ্রামের এসডিএম সঞ্জীব সিংগেল।

দেশের সুরক্ষায় প্রাণত্যাগ, মরণোত্তর অশোক চক্র সম্মান পাচ্ছেন প্রাক্তন জঙ্গি ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement