Advertisement
Advertisement

কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের

অবশেষে নিখোঁজ জওয়ানদের খোঁজ মিলল!

59 commandos give themselves break to visit home
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 5:37 am
  • Updated:February 7, 2017 5:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন  ভারতীয় সেনাবাহিনীর ৫৯ জন জওয়ান৷ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদ্য রিক্রুট হওয়া এই ৫৯ জন জওয়ান কাশ্মীর থেকে বিহারে ফেরার পথে নিখোঁজ হয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক ঘণ্টায় বিস্তর জলঘোলা হয়েছে৷ কিন্তু এরপরই সামনে এল আসল তথ্য৷ জানা গিয়েছে, এই ৫৯ জন কোবরা বাহিনীর জওয়ান আসলে একসঙ্গে ডিউটি বাঙ্ক করে নিজেদের বাড়ি চলে গিয়েছিলেন৷ উচ্চপদস্থ কোনও আধিকারিককে বিষয়টি না জানিয়েই তাঁরা এই কাজ করেছিলেন৷

(তেঁতুল জলে টয়লেট ক্লিনার মেশাত এই ফুচকা বিক্রেতা!)

আর জওয়ানদের এই অনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশও দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, কাশ্মীর থেকে পাঁচ দিনের ট্রেনিং করে বিহারে ফেরার কথা ছিল এই জওয়ানদের৷ বিহারের সেনা হেড কোয়ার্টারে রিপোর্ট করার পর তাঁদের মাওবাদী অধ্যুষিত এলাকায় টহলদারির জন্য পাঠানোর কথা বলা হয়েছিল৷ কিন্তু জম্মু থেকে ফিরে জওয়ানরা আর হেড কোয়ার্টারে রিপোর্টই করেনননি বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ৷ ট্রেনিং শেষ করার পর তাঁদের হাতে বেশ কিছুটা সময় থাকায়, তাঁরা কারও অনুমতি না নিয়েই যে যাঁর বাড়ি চলে যান৷

Advertisement

এই ঘটনাটির পর স্বাভাবিকভাবেই জওয়ানদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠছে৷ বিষয়টির খবর দিল্লি হেড কোয়ার্টারের পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনাটির তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে হেড কোয়ার্টারের পক্ষ থেকে৷

(নগ্ন মহিলারা ঘুরে বেড়াচ্ছেন হোমের বারান্দায়, উদাসীন কর্তৃপক্ষ)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement