Advertisement
Advertisement
Lok Sabha 2024

কেন্দ্র ৫৪৩, অথচ ভোট হবে ৫৪৪ জায়গায়! ব্যাপারটা কী?

লোকসভায় একটি কেন্দ্র কি বাড়িয়ে দেওয়া হল?

544, Not 543 Seats Voting In Lok Sabha Polls 2024

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:March 16, 2024 8:56 pm
  • Updated:March 16, 2024 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে লোকসভা কেন্দ্রের (Lok Sabha 2024) সংখ্যা ৫৪৩। অথচ শনিবার নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে ৫৪৪ জায়গায়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন ঘোষণা করেছেন, মোট ৫৪৪ জায়গায় ভোটগ্রহণ হবে। সেই ঘোষণার পর থেকেই অনেকের মনে প্রশ্ন, লোকসভায় একটি কেন্দ্র কি বাড়িয়ে দেওয়া হল?

না, তেমন কিছু হয়নি। কেন এক ৫৪৪ কেন্দ্র হিসাবে ধরে ভোট ঘোষণা হয়েছে, সেটার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নিজেই। রাজীব কুমার (Rajeev Kumar) এদিন জানিয়েছেন, মণিপুরের দুই কেন্দ্রের মধ্যে একটি-তে ভোট হবে দুই দফায়। আসলে গত বেশ কয়েক মাস ধরে হিংসাদীর্ণ মণিপুর। বিশেষ করে আউটার মণিপুর কেন্দ্রে এখনও প্রবল হিংসার আশঙ্কা রয়েছে। ওই কেন্দ্রটিতে ভোট হবে দু’দফায়। সেকারণেই ৫৪৩ কেন্দ্রকে ৫৪৪ ধরে সূচি ঘোষণা করতে হয়েছে নির্বাচন কমিশনকে।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা]

মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) রাজীব কুমার জানিয়েছেন, মণিপুরের দুই কেন্দ্রে ভোট হবে দুদফায়। প্রথম দফায় ১৯ এপ্রিল ইনার মণিপুর এবং আউটার মণিপুরের কিছু অংশে ভোটগ্রহণ হবে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় আউটার মণিপুরের বাকি অংশে ভোটগ্রহণ হবে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, নিরাপত্তার খাতিরেই মণিপুরের এক কেন্দ্রে দুই দফায় ভোটগ্রহণ করা হল।

[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]

শুধু মণিপুর নয়, আর এক উপদ্রুত রাজ্য কাশ্মীরেও বাড়তি সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন। জম্মু ও কাশ্মীর ও লাদাখ মিলিয়ে মোট ৬টি আসন। কমিশন জানিয়েছে, কাশ্মীরের প্রতিটি লোকসভা আসনে ভোট হবে আলাদা আলাদা দফায়। বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশে ৭ দফায় ভোট হচ্ছে এই নিরাপত্তার স্বার্থেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement