সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) যুদ্ধে এগোচ্ছে দেশ। ক্রমশ অন্ধকার কাটিয়ে করোনা আতঙ্ক কাটিয়ে উঠছে দেশ। স্বাস্থ্যমন্ত্রকের নয়া রিপোর্ট অন্তত তেমনটাই বলছে। বিগত ৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ ঘটেছে গত ২৪ ঘণ্টায়। নিম্নমুখী দৈনিক মৃত্যুর গ্রাফও। বাড়ছে সুস্থতা। যা দেশবাসীকে সামান্য হলেও স্বস্তি দিচ্ছে ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে দেশে করোনা আক্রান্ত ৫৩ হাজার ২৫৬ জন। যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। একইসময়ে মৃত্যু হয়েছে ১,৪২২ জনের। যা রবিবারের তুলনায় বেশকিছুটা কম। এদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন অনেক বেশি। একদিনে করোনাকে জয় করেছেন ৭৮ হাজার ১৯০ জন। ফলে দেশে কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ১৯৯ জন।
India reports 53,256 new #COVID19 cases (lowest in 88 days), 78,190 discharges & 1422 deaths in last 24 hours as per Union Health Ministry
Total cases: 2,99,35,221
Total discharges: 2,88,44,199
Death toll: 3,88,135
Active cases: 7,02,887Total Vaccination: 28,00,36,898 pic.twitter.com/iLzYk90rXb
— ANI (@ANI) June 21, 2021
দেশজুড়ে কড়া কোভিডবিধির কারণে কমছে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যাও। সোমবার দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়া ৭ লক্ষ ২ হাজার ৮৮৭ জন। তবে মোট আক্রান্তের সংখ্যা প্রায়. ৩ কোটি ছুঁইছুঁই- ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জন।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে দেশের বিভিন্ন প্রান্তে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল। কোথাও লকডাউন তো কোথাও আবার নৈশ কারফিউ জারি হয়েছিল। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হতেই সেই কড়াকড়ি কিছুটা হলেও কমানো হচ্ছে। যেমন বেঙ্গালুরুতে আজ থেকেই শুরু হল মেট্রো পরিষেবা। উত্তরপ্রদেশে খুলেছে বার-রেস্তরাঁ। তবে এর মাঝেই তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছে কেন্দ্র সরকার। কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে দেশজুড়ে বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। সরকারি রিপোর্ট বলছে, ইতিমধ্যে দেশে ২৮ কোটি ৩৬হাজার ৮৯৮ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। প্রসঙ্গত, রবিবার অন্ধ্রপ্রদেশে একদিনে ১৩ লক্ষের বেশি মানুষকে ভ্যাককসিন দেওয়া হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড দেশে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.