সুব্রত বিশ্বাস: রবিবার থেকে দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। রেল সূত্রে খবর, ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫২ টি দূরপাল্লার ট্রেন (Trains) বাতিল হয়েছে। জানা গিয়েছে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের বিলাসপুর ডিভিশনে রায়গড়-ঝাড়সুগুদা শাখায় ইন্টারলকিংয়ের (Interlocking) কাজ চলবে এই ক’দিন। সেই কাজের জন্য এতগুলি ট্রেন বাতিলের পথে হাঁটল রেল। ২১ আগস্ট থেকে মাসের শেষ দিন পর্যন্ত বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে দৈনিক ট্রেন ছাড়াও রয়েছে সাপ্তাহিক ও দ্বি-সাপ্তাহিক ট্রেনও রয়েছে। ট্রেনগুলির অধিকাংশ হাওড়া (Howrah), শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়ে। তবে ১০ দিন সেসব চলবে না।
একঝলকে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা –
দৈনিক ও সাপ্তাহিক ট্রেনগুলি প্রায় ১১ দিন ধরে বাতিলের খবরে চিন্তায় যাত্রীরা। আগে থেকে টিকিট বুক করা ছিল যাঁদের, ফের নতুন করে সমস্ত পরিকল্পনা করতে হচ্ছে। তবে রেলের (Rail) তরফে যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে আবার আগের মতোই চলবে সমস্ত ট্রেন।
এমনিতেই পুজোর আগে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভর করেন সাধারণ যাত্রীরা। টিকিটের চাহিদাও বাড়ে। সংরক্ষণ পাওয়া মুশকিল হয়ে ওঠে। তার উপর উৎসবের মরশুমে ১১ দিন ধরে ৫২ টি ট্রেন বাতিল থাকায় পরবর্তী সময়ে চাপ আরও বাড়বে বলেই মনে করছেন রেলকর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.