সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে একটি আন্তর্জাতিক সংস্থা দাবি করেছিল মোদি জমানায় সুইস ব্যাংকে ভারতীয়দের লগ্নির পরিমাণ বেড়েছে ৫০ শতাংশ। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল গত ৪ বছরে প্রায় ৭ হাজার কোটি ভারতীয় টাকা নতুন করে জমা পড়েছে সুইস ব্যাংকে। সেই দাবি নাকচ করেদিলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। সংসদে বিবৃতি দিয়ে গোয়েল দাবি করলেন, ভারতীয়দের লগ্নি তো বাড়েইনি বরং গত চারবছরে বেশ খানিকটা কমেছে।
News reports quoting Swiss Bank’s annual statistics showed increase of 50% in its total liabilities towards India in ’16-’17. Data is misinterpreted, it includes Non-deposit liabilities,Business of Swiss branches in India,Inter bank transactions,Fiduciary liability: P Goyal in RS pic.twitter.com/tSWZUpjz5R
— ANI (@ANI) July 24, 2018
মঙ্গলবার সংসদে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করলেন সুইস ব্যাংকে ভারতীয়দের মোট কত টাকা জমা রয়েছে তা এখনও ঘোষিত নয়। বরং, ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় ২০১৭-১৮ অর্থবর্ষে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা দেওয়ার টাকার পরিমাণ অন্তত ৩৪ শতাংশ কমেছে। বৃদ্ধির যে দাবি বিরোধীরা করছিল তা পুরোপুরি ভুল।
It’s assumed that assets held by Indian Residents in Switzerland are undeclared.BIS data shows non-Bank loans&deposits(constituting individual&corporate deposits used as Black money haven in past & exclude interbank transactions)fell by 34.5% in ’17 compared to ’16: P Goyal in RS pic.twitter.com/EnnNGunS1T
— ANI (@ANI) July 24, 2018
গোয়েলের দাবি সুইস ব্যাংকে ভারতীয়দের লগ্নি বাড়েনি। গোয়েলের দাবি, ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতে সুইস ব্যাংকের মোট লেনদেন ৫০ শতাংশ বেড়েছিল। যার মধ্যে অনলাইন লেনদেন, টাকা জমা, ঋণ দেওয়া নেওয়া সবকিছুই রয়েছে। অথচ বিরোধীরা এটাকে কালো টাকা বৃদ্ধি বলে চালানোর চেষ্টা করছিল।
According to data released by Swiss National Bank, loans and deposits of individual Indians in the bank decreased by 34.5% in the last year compared to the previous year: Finance Minister Piyush Goyal in Rajya Sabha pic.twitter.com/27wNkV85yy
— ANI (@ANI) July 24, 2018
গোয়েলের দাবি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিষয়টির গুরুত্ব না বুঝে অভিযোগ করেন। শুধু এই ক্ষেত্রে নয় আরও অনেক ক্ষেত্রেই একই আচরণ করেছেন রাহুল।
Congress President had been leveling baseless allegations, that money of Indians in Swiss banks have increased by 50%, without understanding seriousness of matter. He’s habituated to speak without knowing truth. We saw how he was exposed by French govt: Finance Minister P Goyal pic.twitter.com/H4gRWJCqcD
— ANI (@ANI) July 24, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.