সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দান্তেওয়াড়ায় ৫০ কেজি বিস্ফোরক ব্যবহার করেছে মাওবাদীরা (Maoist Attack)। বিস্ফোরণের তীব্রতায় একটি বিশাল গাছ উপড়ে পড়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের সময়ে অন্তত কুড়ি ফুট উঁচুতে ছিটকে গিয়েছিল জওয়ানদের গাড়িটি। অন্যদিকে, মাওবাদী হামলায় মৃত ১০ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, বুধবার দুপুরে ছত্তিশগড়ের (Chattisgarh) দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণে ১০ জওয়ান-সহ মোট ১১ জন শহিদ হন।
জানা গিয়েছে, একটি ভাড়া গাড়িতে করে যাচ্ছিলেন ১০ জওয়ান। মাওবাদী নিকেশের অভিযান সেরেই ফিরছিলেন তাঁরা। তবে তাঁদের গাড়িতে কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল না। আগে থেকেই সেই খবর ছিল মাওবাদীদের কাছে। সেই মতো পরিকল্পনা করে অন্তত ৫০ কেজি ওজনের বিস্ফোরকের ব্যবস্থা করে তারা। স্বাভাবিকের চেয়ে অন্তত ১০গুণ বেশি শক্তিশালী ছিল এই আইইডি বিস্ফোরক। প্রশ্ন উঠছে, বিপজ্জনক পরিস্থিতিতেও কেন জওয়ানদের বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করা হয়নি?
সূত্র মারফত জানা গিয়েছে, প্রচণ্ড তীব্রতায় বিস্ফোরণ হয়েছে। এতটাই শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছে মাওবাদীরা, যে ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে ছিটকে যায় জওয়ানদের গাড়ি। বিস্ফোরণের সময় গাড়িটি কুড়ি ফুট উঁচুতে উঠে মাটিতে ফের আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ১০ ফুট গভীর ও ২০ ফুট চওড়া একটি গর্ত হয়ে গিয়েছে। উপড়ে পড়েছে একটি বিশাল গাছই।
এই ঘটনার পরেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “ছত্তিশগড় পুলিশের উপর হামলার তীব্র নিন্দা করছি। বীর শহিদদের প্রতি সম্মান জ্ঞাপন করছি। তাঁদের এই আত্মত্যাগ কখনও ভোলা যাবে না। শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” শোকপ্রকাশ করে টুইট করেছেন অমিত শাহও।
Strongly condemn the attack on the Chhattisgarh police in Dantewada. I pay my tributes to the brave personnel we lost in the attack. Their sacrifice will always be remembered. My condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) April 26, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.