Advertisement
Advertisement

Breaking News

Rajasthan desert

ধূ ধূ মরুপথে জলকষ্টে মৃত্যু শিশুর, রাজস্থানের ঘটনায় কংগ্রেসকে দুষল বিজেপি

বিজেপি নেতার ক্ষোভ, ‘স্বাধীনতার ৭০ বছর পরেও শিশুমৃত্যুর ঘটনা সত্যিই উদ্বেগের।’

5 year old Rajasthan girl dies of thirst while walking on desert | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 9, 2021 10:58 am
  • Updated:June 9, 2021 10:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের (Rajasthan) মরুপথে (Desert) হাঁটতে হাঁটতে তীব্র জলকষ্টে মৃত্যু হল ৬ বছরের এক শিশুকন্যার (Child girl)। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটির ঠাকুমাকে। প্রশাসনের আশঙ্কা, দু’জনে মরুভূমির মধ্যে রাস্তা হারিয়ে ফেলাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়।

রাজস্থানে চলছে তীব্র দাবদাহ। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নাতনিকে সঙ্গে নিয়ে ঠাকুমা দুপুরের তীব্র গরমের মধ্যেই কম দূরত্বের রাস্তা পার করতে মরুভূমির পথ ধরেছিলেন। কিন্তু পথেই অসুস্থ বোধ করেন দু’জনে। জালোরের কাছের রাস্তায় বিশ্রাম নিতে বসে পড়েন। কিন্তু সেখানে বসেই ক্রমে আরও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। ওই শিশুকন্যার ঠাকুমা জানিয়েছেন, ‘চিৎকার করে কেঁদে কেঁদে জল খেতে চেয়েছিলাম দু’জনে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। কাউকে দেখাও যায়নি আশেপাশে। শেষে জলের অভাবে নেতিয়ে পড়ে মেয়েটা।’’

Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বাড়ল দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, কমছে অ্যাকটিভ কেস]

চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই জলের অভাবে মৃত্যু হয় ওই শিশুর। গুরুতর অসুস্থ হয়ে পড়েন ব়ৃদ্ধা। তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর রাজস্থানের কংগ্রেস সরকারের প্রতি তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপি-র রাজস্থানের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, ‘‘স্বাধীনতার ৭০ বছর পরেও শিশুমৃত্যুর ঘটনা সত্যিই উদ্বেগের।’’

এই মর্মান্তিক মৃত্যুতে মনখারাপ নেটিজেনদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় জলের অভাবে এক ফুটফুটে তাজা প্রাণের এইভাবে ঝরে পড়ার ঘটনায় শোকপ্রকাশ করেছেন। উঠে এসেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘জলসত্র’ গল্পটির কথা। অনাথ কিশোর তারাচাঁদ আর তার ছোট্ট বোন এভাবেই পথ হারিয়ে ফে‌লেছিল। এক দীর্ঘ ছায়াহীন মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে এভাবেই জলকষ্টে ভুগে অসম্ভব কষ্টে মৃত্যুবরণ করেছিল ছোট্ট মেয়েটি। তবে সেটা ছিল গল্প। এটা রুক্ষ ও নির্মম বাস্তব। পথসঙ্গী ঠাকুমার চোখের সামনে দগ্ধে দগ্ধে শিশুটির মৃত্যুর খবরে তাই শিউরে উঠেছেন সকলে।

[আরও পড়ুন: করোনা রোগীর কাছে পৌঁছতে এভাবেই খরস্রোতা নদী পেরলেন কোভিড যোদ্ধারা! ছবি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement