প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পথকুকুরদের হামলায় মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনা ঘটল তেলেঙ্গানায় (Telangana)। শিশুটি রাস্তায় খেলা করছিল। সেই সময়ই তার উপরে ঝাঁপিয়ে পড়ে কুকুরের (Dog) দল। হায়দরাবাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই নিয়ে এক মাসের কম সময়ে রাজ্যে কুকুরের আক্রমণে প্রাণ গেল দুই একরত্তির।
তেলেঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা বানোথ ভরত নামে পাঁচ বছরের শিশুটি রাস্তায় বসে খেলা করছিল। সে সময়ই সেখানে হাজির হয় কয়েকটি কুকুর। মুহূর্তে শিশুটির উপরে ঝাঁপিয়ে পড়ে তারা। কুকুরগুলির আঁচড়-কামড়ে অসুস্থ হয়ে পড়ে সে। রক্তাক্ত ভরতকে তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে পরীক্ষা করে চিকিৎসকরা সন্দেহ করে সে র্যাবিসে আক্রান্ত হয়েছে। দ্রুত শিশুটিকে হায়দরাবাদের এক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার অভিভাবকরা। কিন্তু পথেই মৃত্যু হল তার।
উল্লেখ্য, গত মাসের শেষদিকে তেলেঙ্গানাতেই একই ভাবে এক শিশুর মৃত্যু হয় একদল পথকুকুরের দাপটে। তাকে কামড়ে, আঁচড়ে হত্যা করে কুকুরগুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মর্মান্তিক ভিডিও দেখে আঁতকে ওঠেন সবাই। একমাস যেতে না যেতেই ফের এক শিশুর মৃত্যু হল পথকুকুরের আক্রমণে। এই ঘটনায় উদ্বিগ্ন তেলেঙ্গানা প্রশাসন। জানা গিয়েছে, এই নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.