ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবাসনের নিরাপত্তারক্ষী বাবা। সেখানেই পথ কুকুরের (Street Dogs) ভয়াবহ হামলায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি তেলেঙ্গানার (Telangana)। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, একদল পথকুকুর ছুটে এসে ঝাঁপিয়ে পড়ছে শিশুর উপরে। তাকে কামড়ে, আঁচড়ে হত্যা করে ওই কুকুরের দল। ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছে সকলেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি তেলেঙ্গানার নিজামাবাদের। শিশুটির নাম প্রদীপ। তার বাবা আবাসনের নিরাপত্তারক্ষী। এদিন বাবার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরে একা ঘুরছিল আবাসন চত্বরে। তখনই আচমকা কুকুরের দল হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজেকে বাঁচাতে প্রাণপন চেষ্টা করছে সে। ছুটে পালানোর চেষ্টা করে বেশ কয়েকবার। কিন্তু খুনে মেজাজে থাকা কুকুরগুলি তা হতে দেয়নি। চারদিক থেকে তাকে ঘিরে ধরে তারা। উঠতে গেলেই মাটিতে ফেলে দিচ্ছিল। এক সময় নিস্তেজ শিশুটিকে একপাশে নিয়ে গিয়েও অত্যাচার চালানো হয়।
পথকুকুরের হিংস্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়টা মর্মান্তিক ভিডিও দেখে আঁতকে উঠেছে সকলে। ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকে। উল্লেখ্য, এর আগে গুজরাটের সুরাটে চার বছরের এক শিশুর মৃত্যু হয় পথকুকুরের হামলায়। চলতি বছরের জানুয়ারি মাসে বিহারে পথকুকুরের হামলায় ৮০ জন গুরুতর আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে ভরতি করতে হয়েছিল।
Req @DrTamilisaiGuv@TelanganaGuv mam kindly respond & instruct @GHMCOnline to take necessary action
Terror of Stray dogs in several places of Hyderabad.
A 5 years old boy of Nizamabad dist, died, after a group of stray dogs attacked on him,near Amberpet in #Hyd #SaveChildren pic.twitter.com/dl5Olh0W8p— Srinivas Reddy Revuri (@RevuriSrinivasR) February 21, 2023
মাঝে পথকুকুরের একের পর এক হিংস্রতার ঘটনায় রাস্তায় কুকুরদের খাওয়ানো নিয়ে অশান্তি বাধে মুম্বইতে। মামলা উঠেছিল বম্বে হাইকোর্টে। বিচারপতিরা মন্তব্য করেন, পথকুকুরদের টিকাকরণ, আশ্রয়ের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.