Advertisement
Advertisement

বড়সড় সাফল্য ভারতীয় সেনার, উপত্যকায় নিকেশ ৫ জঙ্গি

১ জঙ্গিকে গ্রেপ্তার করেছে সেনা৷

5 Terrorist killed in Jammu-Kashmir's Baramula
Published by: Sayani Sen
  • Posted:August 9, 2018 11:34 am
  • Updated:August 9, 2018 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অশান্ত উপত্যকা৷ সেনা ও জঙ্গি সংঘর্ষে নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের বারামুলার রাফিয়াবাদ৷ রাতভর লড়াইয়ের জেরে এখনও পর্যন্ত পাঁচজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷

[অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ সেনাকর্তা-সহ ৪ জওয়ান, নিকেশ ২ জঙ্গি]

বারামুলার রাফিয়াবাদে জঙ্গিরা ঘাঁটি গে়ড়ে রয়েছে গোপনসূত্রে এই খবর পায় ভারতীয় সেনা৷ সেই অনুযায়ী ওই এলাকায় সেনা জওয়ানরা তল্লাশি অভিযানে নামে৷ তল্লাশি অভিযান চলাকালীন সেনাদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ শুরু হয় গুলি বিনিময়৷ মর্টার হামলায় চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ দু’পক্ষের মধ্যে লড়াই চরম আকার নেয়৷ বুধবার পর্যন্ত চারজন জঙ্গিকে নিকেশ করে সেনা জওয়ানরা৷ খারাপ আবহাওয়ার কারণে রাতে জঙ্গিদমন কর্মসূচি বিঘ্নিত হয়৷ বৃহস্পতিবার সকাল থেকে আবারও জঙ্গিদমন অভিযান শুরু হয়৷ তাতে আরও এক জঙ্গি নিকেশ হয়৷ নিকেশ হওয়া জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি৷

Advertisement
[জিন্না প্রধানমন্ত্রী হলে ঐক্যবদ্ধ থাকত ভারত-পাকিস্তান, বিস্ফোরক দলাই লামা]

এর আগে মঙ্গলবার ভোরেও সেনা ও জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের গুর্জ এলাকা৷ নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরা, সেই খবরের ভিত্তিতে সীমান্ত লাগোয়া গুর্জ এলাকায় নজরদারি চালায় সেনা। জঙ্গিরা অনুপ্রবেশ করতে চাইলে গুলি চালান জওয়ানরা। সেনার উপস্থিতি টের পেয়ে পালটা গুলি চালায় পাকিস্তানি জঙ্গিরা। গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গি। অন্যদিকে জঙ্গিদের গুলিতে শহিদ হন একজন সেনা কর্তা ও তিন জওয়ানও।  

[মুজাফ্ফরপুর হোম কাণ্ডে জড়িত স্বামী, চাপের মুখে ইস্তফা বিহারের মন্ত্রীর]

এদিকে, বুধবারই অবন্তিপুরা থেকে আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করে সেনা জওয়ানরা৷ ধৃতের নাম আবদুল মাজিদ শাহ৷ ওই জঙ্গি ইকবাল কলোনির বাসিন্দা৷ ধৃতের কাছ থেকে প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ সেনা সূত্রে খবর, তার কাছে একটি গাড়িও ছিল৷ ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে৷ গাড়িটির নম্বর ডিএল৯সিএম০২১৩৷ ওই গাড়িতে চড়ে অন্য কোনও জঙ্গির সঙ্গে দেখা করতে যাচ্ছিল আবদুল মাজিদ শাহ৷ সেই সময় পিছু ধাওয়া করে গ্রেপ্তার করা হয় তাকে৷ ধৃত আবদুল মাজিদ শাহ কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি৷ অস্ত্রগুলি আদৌ কাকে পাচারের উদ্দেশ্য ছিল তার, তাও অজানা তদন্তকারীদের৷ ধৃত ওই জঙ্গিকে দফায় দফায় জেরা করা হচ্ছে৷

[আরও মহার্ঘ হচ্ছে তাজমহল দর্শন, বাড়ছে টিকিটের দাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement