সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা৷ আবারও চলল গোলাগুলি৷ এবার ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের কুলগাম৷ সেনা ও জঙ্গি গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত পাঁচজন জঙ্গি নিকেশ হয়েছে৷ এবার ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের কুলগাম৷ এখনও ওই এলাকায় জারি হয়েছে জঙ্গিনিকেশ অভিযান৷
Encounter between terrorists & security forces is underway in Kulgam’s Chowgam. 3 terrorists have been killed so far. Train services between Baramulla-Qazigund have been suspended: #JammuAndKashmir Police (visuals deferred by unspecified time) pic.twitter.com/FKpU426GVd
— ANI (@ANI) September 15, 2018
জম্মু-কাশ্মীরের কুলগামের চৌগাম এলাকায় একটি বাড়িতে জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে, গোপন সূত্রে এই খবর পান সেনা আধিকারিকরা৷ সেই খবরের ভিত্তিতেই ওই এলাকায় পৌঁছান আধিকারিকরা৷ গোটা এলাকা ঘিরে ফেলেন তাঁরা৷ ওই বাড়িটি ঘিরে ফেলেছে সেনা, এই খবর পায় জঙ্গিরাও৷ ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা৷ পালটা জবাব দেয় সেনাও৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে একে একে তিন জঙ্গি নিকেশ হয়৷ সেনা সূত্রে খবর, নিকেশ হওয়া জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য৷ এখনও ওই এলাকা ঘিরে রেখেছেন সেনা আধিকারিকরা৷ জারি রয়েছে তল্লাশি অভিযান৷ নিরাপত্তার স্বার্থে বারামুলা থেকে কাজিগুন্ড পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷
এর আগে গত মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা৷ সেনা সূত্রে খবর, হান্দওয়ারার গালোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ তারপরই দ্রুত ছকে ফেলা হয় অভিযানের নকশা৷ এদিন ভোররাতেই জঙ্গিদের ডেরা ঘিরে ফেলে সেনাবাহিনী৷ নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা৷ পালটা হামলা চালায় সেনা৷ বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ের পর খতম হয় দুই জঙ্গি৷ তবে সেনার এক আধিকারিকের মতে, মৃত জেহাদিরা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য৷নিকেশ হয় দুই জঙ্গি৷ এখনও এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী৷ মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর হাতিয়ার উদ্ধার করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.