সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি বিজেপির। এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় অপ্রত্যাশিত প্রত্যাবর্তন কংগ্রেসের। মধ্যপ্রদেশে কংগ্রেস-বিজেপি-র হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে দিনভর চলল টানাপোড়েন। এত বড় হারের পর মুখ খোলেননি বিজেপি-র শীর্ষনেতারা। এদিকে সাংবাদিক বৈঠকে এসে রাহুল গান্ধী সরাসরি মোদি ও বিজেপির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুললেন।
তবে বিজেপির বিরুদ্ধে এই জয়ে রাজ্যের বিরোধী দলগুলো সমান কৃতিত্ব দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটাই বিজেপির শেষের শুরু। বিধানসভায় একক গরিষ্ঠতা লাভ করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলছেন, তিনি সরাসরি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তেলেঙ্গানায় লড়াই করলেও টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু জয়ের জন্য শুভেচ্ছা জানালেন কেসিআরকে। মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসারুদ্দিন ওয়েসিও সমর্থন করলেন তাঁকে। ছত্তিশগড়ের বিদায়ি মুখ্যমন্ত্রী সিএম রমন আজ ফলাফল ঘোষণার পরই ইস্তফা দেন। বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে কংগ্রেস। এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করল সমাজবাদী পার্টি। তাই এই রাজ্যেও সরকার গঠন করা সহজ হল কংগ্রেসের।
Alhamdulilah, Majlis has retained its 7 seats. I thank the people of Telangana for showing the rest of India the potential of a non-Congress, non-BJP government. Next step is to strengthen non-Congress/BJP parties across the country.
— Asaduddin Owaisi (@asadowaisi) December 11, 2018
Semifinal proves that BJP is nowhere in all the states. This is a real democratic indication of 2019 final match. Ultimately, people are always the ‘man of the match’ of democracy. My congrats to the winners 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 11, 2018
कांग्रेस कार्यकर्ताओं ने देश को बताया कि कैसे लड़ा जाता है? कांग्रेस का कार्यकर्ता बब्बर शेर है। मैं उनको धन्यवाद देता हूँ: कांग्रेस अध्यक्ष @RahulGandhi#CongressWinsBIG pic.twitter.com/Zjl2sKgzzN
— Congress (@INCIndia) December 11, 2018
TS Singh Deo, Congress: Such a huge mandate indicates that people have a lot of expectations from Congress. The victory that we have got will bind us with the public. Our party will definitely face challenges and work for the development of the public. #ChhattisgarhElections pic.twitter.com/UcfHwIqXUx
— ANI (@ANI) December 11, 2018
MK Stalin, DMK President: Before Parliament election, the polls in five states show it was a mini parliamentary election. My greetings to all the winning parties. #AssemblyElectionResults2018 pic.twitter.com/DtUXt5bVc8
— ANI (@ANI) December 11, 2018
সন্ধে ৭ টা ৩০ মিনিট: ‘এই জয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, যুবা সকলের। তাই সকলকে ধন্যবাদ। আমরা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছি। সেসব নিয়ে এবার কাজ করতে হবে। আজ জিতেছি, ২০১৯-এও জিতব।’ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
সন্ধে ৭ টা ৩০ মিনিট: রাত দশটার আগে মধ্যপ্রদেশের চূড়ান্ত ফল ঘোষণা করা যাবে না। জানিয়ে দিল নির্বাচন কমিশন। এখনও বিজেপির সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
Raipur: Congress distributes ‘laddus’ equal to the weight of Satnami sect guru Baldas, who joined the party recently. #ChhattisgarhElections2018 pic.twitter.com/gLQ5Vk518G
— ANI (@ANI) December 11, 2018
বিকেল ৫টা: মধ্যপ্রদেশে জোর টক্কর কংগ্রেস বিজেপির। তবে, কিছুটা এগিয়ে কংগ্রেস। এই মুহূর্তে কংগ্রেসের দখলে ১১৬টি আসন, বিজেপির দখলে ১০৫। রাজস্থানে সরকার গড়ছে কংগ্রেস। তাদের দখলে ১০১টি আসন। ছত্তিশগড়ে ব্যপক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস। রাহুলের দলের দখলে রয়েছে ৬৩টি আসনে। বিজেপি এগিয়ে মাত্র ১৮টি আসনে। তেলেঙ্গানায় ফের কেসিআর -রাজ।টিআরএসের দখলে ৮৭ টি আসন। ভরাডুবি কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের। তাদের দখলে মাত্র ২২টি আসন। মিজোরাম হাতছাড়া রাহুলের। সেরাজ্যে সরকার গড়ছে এমএনএফ।
Rajasthan: Ashok Gehlot, Sachin Pilot and Congress leaders in Jaipur. Congress party has won 46 seats in the state and is leading on 51 seats so far. #AssemblyElectionResults2018 pic.twitter.com/RJwQDT1COS
— ANI (@ANI) December 11, 2018
১২ টা ০৫ মিনিট: ফের পটপরিবর্তন মধ্যপ্রদেশে। এক রাউন্ডের ব্যবধানে ফের সংখ্যাগরিষ্ঠতায় কংগ্রেস। ১১৬টি আসনে এগিয়ে তারা। বিেপির ১০২টি আসনে। রাজস্থানে কিছুটা লড়াইয়ে ফিরল গেরুয়া শিবির। মরুরাজ্যে কংগ্রেসেরক হাতে ৯৫টি আসন। বিজেপি দাঁড়িয়ে ৮১ টি আসনে।
দুপুর ১২ টা: একনজরে পাঁচ রাজ্যের ফলাফল এই মুহূর্তে। মধ্যপ্রদেশ:বিজেপি ১১০, কংগ্রেস ১০৯, বিএসপি ৪, অন্যান্য ৬। রাজস্থান: কংগ্রেস ৯৫, বিজেপি ৮০, বিএসপি ৩, অন্যান্য ২০। ছত্তিশগড়: কংগ্রেস ৬১, বিজেপি ১৯, থার্ড ফ্রন্ট ১, অন্যান্য ৮। তেলেঙ্গানা: টিআরএস ২৩, কংগ্রেস ২৩, বিজেপি ২। মিজোরাম: এমএনএফ ২৯, কংগ্রেস ৬, বিজেপি ২।
সকাল ১১টা ৪০ মিনিট: নাটকীয় পটপরিবর্তনের পথে মধ্যপ্রদেশ! কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের হাতে ১১৬টি আসন। কংগ্রেসের হাতে ১০৫টি।
সকাল ১১ টা ২০ মিনিটে: ৫ রাজ্যের ফল নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া মমতার।”মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, মানুষের জয়, গণতন্ত্রের জয়। গণতন্ত্র ম্যান অব দ্যা ম্যাচ।” প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী।
সকাল ১১টা ১৫ মিনিট: তিন রাজ্যেই সরকার গড়বে কংগ্রেস আশাবাদী কংগ্রেসন নেতারা। এই মুূহূর্তে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ম্যাজিক ফিগারে রয়েছে কংগ্রেস। ২৩০ আসনের মধ্যপ্রদেশে কংগ্রেস এগিয়ে ১১৭ টি আসনে।২০০ আসনের রাজস্থান বিধানসভায় কংগ্রেসের দখলে ১০২। ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস এগিয়ে ৫৭টি আসনে।
সকাল ১১টা: রাজস্থানে কিছুটা লড়াইয়ে ফিরছে বিজেপি। এই মুহূর্তে কংগ্রেসের হাতে ১০০টি আসন, বিজেপির হাতে ৭৯টি, বিএসপির হাতে ৪টি আসন। অন্যান্যদের হাতে ১৬টি আসন। রাজস্থানে এগিয়ে আছেন শচীন পাইলট, অশোক গেহলট, সিপি জোশী। এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, তবে বিজেপির বেশ কয়েকজন মন্ত্রী পিছিয়ে। মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার থেকে একটি আসন বেশি কংগ্রেসের হাতে। কংগ্রেস এগিয়ে ১১৭টি আসনে। বিজেপি এগিয়ে ১০২টি আসনে, বিএসপি এগিয়ে ৫টি আসনে। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে ৫৭টি আসনে, বিজেপি এগিয়ে ২৬টি আসনে। অজিত যোগী, মায়াবতীর জোট এগিয়ে ২ টি আসনে। তেলেঙ্গানায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে টিআরএস। তাদের দখলে ৮০ টি আসন। কংগ্রেস জোটের দখলে ৩০টি আসন। মিজোরাম হাতছাড়া হচ্ছে রাহুল গান্ধীর। সেখানে সরকার গড়তে চলেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এমএনএফ এগিয়ে আছে ২৯টি আসনে। কংগ্রেসের দখলে ৮টি আসন।
সকাল ১০ টা ৩০ মিনিট: ছত্তিশগড়ের পর রাজস্থানেও সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে কংগ্রেস। রাজস্থানে কংগ্রেসের হাতে এই মুহুর্তে ১০১টি আসনে। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মরুরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছেন শচীন পাইলটরা। বিজেপির হাতে ৮২টি আসন। অন্যদিকে, মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এগিয়ে গেল কংগ্রেস। তাঁরা এগিয়ে ১১৫টি আসনে। বিজেপির হাতে মাত্র ১০০টি। বিএসপির হাতে ৭টি আসন। ছত্তিশগড়ে নিশ্চিতভাবে সরকার গড়ছে কংগ্রেস। তাদের হাতে ৫৮টি আসন।বিজেপির হাতে মাত্র ২৬। মিজোরাম হারাতে চলছে কংগ্রেস। মিজোরামে এমএনএফ এগিয়ে ২২টি আসনে। কংগ্রেস এগিয়ে ১৩টি আসনে।
সকাল ৯ টা ৫০ মিনিট: মধ্যপ্রদেশে সেয়ানে সেয়ানে লড়াই কংগ্রেস-বিজেপির। এই মুহূর্তে কংগ্রেস এগিয়ে ১০৭টি আসনে, বিজেপি এগিয়ে ৯৮ আসনে।মায়াবতীর বিএসপি এগিয়ে ৮টি আসনে। পিছিয়ে বিজেপির ৮ মন্ত্রী। রাজস্থানে ম্যাজিক ফিগার থেকে এখনও কিছুটা দূরে কংগ্রেস, তাদের হাতে ৯৬টি আসন, বিজেপি এগিয়ে ৭৮ আসনে। অন্যান্যরা এগিয়ে ১৬ টি আসনে। ছত্তিশগড়ে একক ক্ষমতায় সরকার গড়ার পথে কংগ্রেস। রাহুল গান্ধীর দল এগিয়ে ৫৮টি আসনে। বিজেপি এগিয়ে ২৬টি আসনে। তেলেঙ্গানায় টিআরএস এগিয়ে ৭১ আসনে, প্রজা কুটুমি এগিয়ে ৩৩ আসনে। মিজোরাম হারাতে চলছে কংগ্রেস। মিজোরামে এমএনএফ এগিয়ে ২২টি আসনে। কংগ্রেস এগিয়ে ১৩টি আসনে।
সকাল ৯টা ৩০ মিনিট: স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী ছত্তিশগড়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথে কংগ্রেস। রমণ সিংয়ের রাজ্যে কংগ্রেস এগিয়ে ৫১টি আসনে, বিজেপি এগিয়ে ৩০ টি আসনে।ছত্তিশগড়ে পিছিয়ে মুখ্যমন্ত্রী রমণ সিংও, এগিয়ে বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা। মধ্যপ্রদেশে জোর লড়াই চললেও এখনও নিজের লিড ধরে রেখেছে কংগ্রেস। রাহুল গান্ধীর দল এগিয়ে ১০৮টি আসনে, বিজেপি এগিয়ে ১০০টি আসনে। রাজস্থানেও ব্যবধান বজায় রাখছে কংগ্রেস। এখনও পর্যন্ত ৯০টি আসনে এগিয়ে শচীন পাইলটরা। বিজেপি এগিয়ে ৭৩টি আসনে।
সকাল ৯টা ২০ মিনিট: রাজস্থানে এগিয়ে কংগ্রেসের শচীন পাইলট, অশোক গেহলট, সি পি জোশী। এগিয়ে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। পিছিয়ে বিজেপির ৭ মন্ত্রী।
সকাল ৯ টা ১৫ মিনিট: কংগ্রেসের চাপ বাড়িয়ে রাজস্থানে লড়াইয়ে ফিরছে বিজেপি। কংগ্রেস ৭৮, রাজস্থান ৬৮। মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে এখনও জোর টক্কর। মধ্যপ্রদেশে কংগ্রেস এগিয়ে ৯০টি, বিজেপি ৮৫টি আসনে এগিয়ে। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে ৪৬ আসনে, বিজেপি ৩২। তেলেঙ্গানায় প্রথমবার এগিয়ে গেল টিআরএস। টিআরএস ৫৪ টি আসনে, কংগ্রেস জোট ৩৩টি। মিজোরামে এগিয়ে আঞ্চলিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। এমএনএফ এগিয়ে ১৬ আসনে, কংগ্রেসে ১১ টি আসনে এগিয়ে।
সকাল ৯ টা: প্রাথমিক ট্রেন্ডে পাঁচ রাজ্যেই এগিয়ে গেল কংগ্রেস। মধ্যপ্রদেশে কংগ্রেস ২৯, বিজেপি ২১। রাজস্থানে ব্যবধান কমাল বিজেপি। কংগ্রেস ৫৮, ৪২। ছত্তিশগড়ে এগিয়ে গেল কংগ্রেস ২২, বিজেপি ১৪। তেলেঙ্গানায় কংগ্রেস জোট ৩২, টিআরএস ২৯, বিজেপি ৪। মিজোরামে কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
সকাল ৮ টা ৫০ মিনিট: রাজস্থানে ব্যবধান বাড়াচ্ছে কংগ্রেস। এই মুহূর্তে কংগ্রেস এগিয়ে ৪৩টি আসনে, বিজেপি ৩০ টি এগিয়ে। জোর লড়াই ছত্তিশগড়ে। কংগ্রেস ১৬ বিজেপি ১৫ । মধ্যপ্রদেশে খানিকটা এগিয়ে কংগ্রেস। কংগ্রেসের এগিয়ে ১৪টি আসনে। বিজেপি এগিয়ে ১৩টি আসনে। তেলেঙ্গানায় এখনও এগিয়ে কংগ্রেস জোটই। কংগ্রেস জোট এগিয়ে ৩১টি আসনে , টিআরএস এগিয়ে ২৪টি আসনে, বিজেপি ৩ এগিয়ে টি আসনে।
সকাল ৮ টা ৪০টা: রাজস্থানে বড় ব্যবধানে এগিয়ে কংগ্রেস। এই মুহূর্তে ২৫ টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি। মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি। ৭টি আসনে এগিয়ে কংগ্রেস, ৯ টি আসনে এগিয়ে বিজেপি। ছত্তিশগড়েও বেশ খানিকটা এগিয়ে কংগ্রেস। ১৭টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ৮টি। তেলেঙ্গানাতেও এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। কংগ্রেস জোট এগিয়ে ১৩ টি আসনে। টিআরএস এগিয়ে ৮টি আসনে।
সকাল ৮ টা ৩০ মিনিট: রাজস্থান, মধ্যপ্রদেশে বিজেপির থেকে এগিয়ে গেল কংগ্রেস। রাজস্থানে কংগ্রেস এগিয়ে ১৫ টি আসনে, বিজেপি এগিয়ে ৫ আসনে। মধ্যপ্রদেশে বিজেপি ৪, কংগ্রেস ৫। ছত্তিশগড়ে এগিয়ে বিজিপে। বিজেপি ৩ টি এবং কংগ্রেস ২ টি আসনে এগিয়ে।
সকাল ৮টা ১৫: পাঁচ রাজ্য থেকেই প্রাথমিক ট্রেন্ড আসা শুরু হয়েছে। মধ্যপ্রদেশে ৩ টি আসনে এগিয়ে বিজেপি, একটি আসনে এগিয়ে কংগ্রেস। রাজস্থানে কংগ্রেস এগিয়ে ৬ টি আসনে, বিজেপি এগিয়ে ৩ টি আসনে। ছত্তিশগড়ে কংগ্রেস এবং বিজেপি ২ টি করে আসনে এগিয়ে। তেলেঙ্গানায় টিআরএস এবং কংগ্রেস জোট ২ টি করে আসনে এগিয়ে।
সকাল ৮ টা: পাঁচ রাড্যের গণনা শুরু হল। প্রথমে ব্যালট পেপার এবং পরে ইভিএমের ভোট গণনা শুরু হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.