Advertisement
Advertisement

Breaking News

Rajasthan Accident

প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ পুলিশকর্মীর

জখম আরও ২।

5 police officers killed in Rajasthan's road accident | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 19, 2023 3:03 pm
  • Updated:November 19, 2023 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর সফরের আগে বড়সড় দুর্ঘটনা রাজস্থানে (Rajasthan)। মৃত অন্তত ৫ পুলিশকর্মী। জখম আরও দুই। রাজস্থানের চুরু জেলায় রবিবার দুপুরের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটমুখী রাজস্থানে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর র‌্যালির জন্য গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন। এদিন সেই সূত্রেই নাগউর থেকেই ঝুনঝুনা যাচ্ছিলেন পুলিশকর্মীরা। স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, গাড়িতে ছিলেন ৫ জন পুলিশ কর্মী। গাড়ির গতি ছিল অনেকটাই বেশি। মাঝপথে একটি বেপরোয়া ট্রাক পুলিশের গাড়িটিকে ওভারটেক করে।

Advertisement

 

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মদ-মাদক-বাজি-বহিরাগতে নিষেধাজ্ঞা]

বেপরোয়া গতিয়ে গাড়িটিকে ওভারটেক করার সময় আচমকাই ব্রেক কষেন লরির চালক। তখনই ট্রাকের পিছনে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ৫ জনের। মৃতদের মধ্য়ে একজন এএসআই. ৩ কর্মী এবং ১ জন কনস্টেবল ছিলেন। জখম আরও ২। তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

[আরও পড়ুন: জনসংযোগে হাতিয়ার বিশ্বকাপ, লোক জমাতে বিভিন্ন পার্টি অফিসে ফাইনাল দেখাবে সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement