সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক্টরকে ধাক্কা মেরে খাদে পড়ে যায় তীর্থযাত্রীদের বাস। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ পুণ্যার্থী। আহতের সংখ্যা অন্তত ৩০। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বাসটিতে মোট ৪২ জন তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার মধ্যরাতে। বাসটি মুম্বইয়ের কাছে অবস্থিত ডোম্বিভলি থেকে পন্ধরপুরে যাচ্ছিল। তখনই ঘটে অঘটন। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেতে সেখানে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুণ্যার্থীর। সকলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলছে ৩০ জনের। জানা গিয়েছে, নিহতেরা ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তাঁরা আষাঢ়ী একাদশী উদযাপন করতে যাচ্ছিলেন।
এই দুর্ঘটনা নিয়ে নবি মুম্বইয়ের ডিসিপি পঙ্কজ দাহানে জানান, বাসটি ডোম্বিভলির কেশরগ্রাম থেকে যাত্রা শুরু করেছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি ধাক্কা মারে ট্রাক্টরটিকে। তার পর খাদে পড়ে যায়। ক্রেনের সাহায্যে সেটিকে টেনে তোলা হয়। আহতের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.