সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে করোনা প্রতিষেধক (Corona vaccine) তৈরির পরীক্ষাগার পুণের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের (fire) ঘটনায় মৃত্যু হল ৫ জনের। বেশ কয়েকজনকে বিপদ থেকে উদ্ধার করা হলেও এই ৫ জনকে বাঁচানো যায়নি। বিকেলে পুণের মেয়র মুরলীধর মোহর টুইট করে দুঃসংবাদ জানিয়েছেন।
The five people who died, were perhaps the workers at the under-construction building. The cause of the fire is yet to be ascertained but it is being speculated that welding, that was going on at the building, caused the fire: Pune Mayor Murlidhar Mohol#SerumInstituteofIndia https://t.co/KmSngS3TI6
— ANI (@ANI) January 21, 2021
বৃহস্পতিবার দুপুরে ইনস্টটিউটের টার্মিনাল ওয়ানের কাছে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে প্রথমে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের চারটি ইঞ্জিন। আগুন ভয়াবহ আকার ধারণ করায় আরও কয়েকটি ইঞ্জিন সেখানে পৌঁছে কাজে হাত লাগায়। দমকলকর্মীদের সহায়তায় ইনস্টিটিউটে থাকা সব বিজ্ঞানীকে নিরাপত্তার স্বার্থে বাইরে বের করে আনা হয়েছে। অগ্নিকাণ্ড ঘিরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে ইনস্টিটিউটে। তবে সূত্রের খবর, করোনা টিকা কোভিশিল্ড যেখানে তৈরি হয়, সেই জায়গাটি আপাতত সুরক্ষিতই রয়েছে।
জানা গিয়েছে, ইনস্টিটিউটে যেখানে BCG ভ্যাকসিন তৈরি হয়, সেই মঞ্জরী প্ল্যান্টে আগুন লেগেছে। তারপর ছড়িয়ে পড়েছে গোটা বিল্ডিংয়ে। চতুর্থ ও পঞ্চমতলার আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর দমকলকর্মীরা।
#UPDATE Maharashtra: Fire continues to rage at the fourth and fifth floors of SEZ3 building inside Terminal Gate 1 of Serum Institute of India in Pune. More details awaited. https://t.co/WF2jVeJejj
— ANI (@ANI) January 21, 2021
জানা গিয়েছে, দুপুরে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে প্রথমে আগুন লেগে যায়। এখানেই রয়েছে মঞ্জরী প্ল্যান্ট অর্থাৎ বিসিজি ভ্যাকসিন তৈরির পরীক্ষাগার। তবে কোভিশিল্ড যেখানে তৈরি হয়, সেই জায়গা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি সেরাম কর্তৃপক্ষের। আপাততত কোভিশিল্ড সুরক্ষিতই রয়েছে। কিন্তু কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও ধারণা করতে পারেননি দমকলকর্মীরা। তবে প্রাথমিক অনুমান, ওয়েল্ডিং থেকে আগুন লেগেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.