সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার পড়ল উত্তরপ্রদেশে৷ একটি বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
Police recovered bodies of a man,his wife & three daughters from a locked house in Allahabad last night. Body of the man was found hanging, his wife’s body was found inside the fridge, bodies of two daughters were found in suitcase & almirah and one daughter was found in the room pic.twitter.com/c6GIR405J1
— ANI UP (@ANINewsUP) August 21, 2018
পুলিশ সূত্রে খবর, সোমবার এলাহাবাদের একটি বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের তিন মেয়ের দেহ উদ্ধার করা হয়৷ ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মধ্যবয়স্ক ব্যক্তির দেহ৷ দুই মেয়ের মৃতদেহ পাওয়া যায় স্যুটকেস ও আলমারির মধ্যে৷ তৃতীয় মেয়ের দেহ পড়েছিল ঘরের মেঝেতে৷ ফ্রিজের মধ্যে পাওয়া যায় মহিলার দেহ৷ এহেন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এলাহাবাদের এসএসপি নীতিন তিওয়ারি জানান, ঘটনার তদন্ত চলছে৷ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, স্ত্রী ও মেয়েদের হত্যা করে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি৷তবে সকলের একসঙ্গে আত্মহত্যা করার দিকটি উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে৷
Prima facie, it seems that the man killed his wife and daughters, and later committed suicide. Investigation underway: Allahabad SSP Nitin Tiwari on bodies of 5 people found at a locked in Dhumanganj last night. pic.twitter.com/7iVJK8NuUK
— ANI UP (@ANINewsUP) August 21, 2018
উল্লেখ্য, গত জুলাই মাসে দিল্লির বুরারি এলাকায় উদ্ধার হয় একই পরিবারের ১১ জন সদস্যের দেহ৷ তদন্তে জানা যায়, ঘটনার নেপথ্যে ছিল কালাজাদুর প্রতি অন্ধবিশ্বাস৷ডায়েরি ও প্রাপ্ত বিভিন্ন নথির সূত্রে পুলিশ জানতে পারে, মোক্ষলাভের আশা বা এরকম কোনও ভ্রান্ত বিশ্বাসের বশবর্তী হয়েই এই কাণ্ড ঘটিয়েছিলেন বাড়ির সদস্যরা৷ তবে পুরো বিষয়টিই থেকে গিয়েছে রহস্যাবৃত৷ বুরারি কাণ্ডের অনুরূপ ঘটনা ঘটেছিল রাঁচিতেও৷ হাজারিবাগে একই পরিবারের ছয় জন আত্মহত্যা করেছিলেন দিনকয়েক আগে৷ এবার ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি উত্তরপ্রদেশে৷
[তুঙ্গে রাফালে রাজনীতি, ‘মোদির হয়ে’ রাহুলকে চিঠি অনিল আম্বানির]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.