Advertisement
Advertisement

Breaking News

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নির্যাতিতাকে গর্ভপাতের জন্য চাপ

গত পাঁচ মাস আগে উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক নাবালিকাকে ধর্ষণ করে মহম্মদ ইউনুস৷

5 month pregnant teen forced to abort by family of rapist
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 3:28 pm
  • Updated:August 30, 2016 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও নৃশংস ধর্ষণের সাক্ষী থাকল উত্তর প্রদেশ৷ এবার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে, তার গর্ভের সন্তানকে জোর করে হত্যা করার চেষ্টা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷

গত পাঁচ মাস আগে উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক নাবালিকাকে ধর্ষণ করে মহম্মদ ইউনুস৷ এই ঘটনার পর সে কিশোরীকে ধর্ষণের কথা বাড়িতে না বলার জন্য হুমকি দেয় বলে অভিযোগ৷ গোটা বিষয়ে ভয় পেয়ে বাড়িতে কিছু জানায়নি সেই কিশোরী৷ কিন্তু ক্রমাগত সে অসুস্থ হয়ে পড়ছিল৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সন্তানসম্ভবা বলে জানান চিকিৎসকরা৷ এরপরেই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ কিশোরী জানিয়েছে, ধর্ষকের মা তাকে ১০০০ টাকা দিয়ে বলেছিল, এই ঘটনার কথা যেন কাউকে না জানান হয়৷ এতে পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে৷

Advertisement

কিশোরীর পরিবার যখন ঘটনাটি জানতে পারেন তখন তাকে এবং সন্তানের ভ্রুণ নিয়ে পুলিশের কাছে যান৷ পুলিশের তরফে জানানো হয়েছে, কিশোরীর প্রতিবেশী পরিবারের ছেলে ইউনুস৷ সে এই কাণ্ড ঘটিয়েছে৷ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement