ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যেন দিল্লির বুরারি কাণ্ডের পুনরাবৃত্তি! মধ্যপ্রদেশের টিকামগড়ের একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটির কথা জানাজানি হওয়ার পরেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে টিকমগড় (Tikamgarh) এলাকার খড়গপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ধরমদাস সোনির বাড়িতে থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ভিতর থেকে বন্ধ থাকা ওই বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। তারপরই দেখা যায় ধরমদাস, তাঁর স্ত্রী পুনা ও তাঁদের পাঁচ বছরের নাতি একটি ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর অন্য দুটি ঘরে ঝুলছে ধরমদাসের ছেলে মনোহর এবং তাঁর স্ত্রী সোনমের দেহ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ সুপার প্রশান্ত খারে (Prashant Khare) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। মৃতদের প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে, সম্প্রতি ধরমদাস সোনি ২ একর জমি বিক্রি করেছিলেন। আর জমি বিক্রির সেই টাকায় একটি দোকান কিনতে চেয়েছিলেন তাঁর ছেলে মনোহর। ধরমদাস তাতে রাজি না হওয়ায় কিছুদিন ধরে পরিবারের মধ্যে গন্ডগোল চলছিল। তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.