Advertisement
Advertisement

শিশুচোর সন্দেহে গণপ্রহার, মহারাষ্ট্রে প্রাণ গেল ৫ জনের

ঘরে বন্ধ করে রেখে চলে বেদম প্রহার৷

5 lynched in Maharashtra on suspicion of being child-lifters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 7:47 pm
  • Updated:July 1, 2018 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গণপিটুনিতে হত্যা দেশে৷ এবার প্রাণ গেল একসঙ্গে পাঁচজনের৷ মহারাষ্ট্রের ধুলিয়া জেলায় শিশুচোর সন্দেহে গণপ্রহারে হত্যা করা হল পাঁচজনকে৷ ঘটনায় তুমুল শোরগোল পড়েছে গোটা দেশে৷

[  বেকারত্ব নিয়ে তামাশা, তুতো ভাইয়ের পরিবারকে কুপিয়ে খুন যুবকের ]

Advertisement

মহারাষ্ট্রের ছোট্ট গ্রাম রাইনপড়া৷ এখানেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷ পুলিশ জানাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ওই অঞ্চলে গুজব ছড়িয়েছিল৷ প্রচার করা হয়েছিল শিশুপাচারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন নজরে রেখেছে গ্রামের শিশুদের৷ যে কোনও সময়ে বাচ্চাদের অপহরণ করে তুলে নিয়ে যেতে পারে৷ গুজবের জেরে তেতে ছিল পুরো এলাকা৷ রবিবার এই পাঁচজন বাসে করে এসে এলাকায় নামে৷ তাতেই সন্দেহ তীব্র হয় গ্রামবাসীদের৷ উত্তেজিত হয় জনতা৷ সে উত্তেজনার মুখে কোনও যুক্তিই ধোপে টেকেনি৷ পাঁচ জনকেই বেঁধে বেদম প্রহার করা হয়৷ লাঠি দিয়ে প্রহারের পাশাপাশি তাদের লক্ষ্য করে পাথরও ছোড়া হয়৷ পরে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে শুরু হয় মার৷ পিটুনির চোটে প্রাণ যায় পাঁচজনেরই৷ কিন্তু নিহতরা আদৌ শিশুপাচারের সঙ্গে যুক্ত কি না তা নিশ্চিত নয়৷ স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহগুলিকে৷ পুলিশ পাঁচজনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও৷

[  ক্ষতিপূরণ চাই না ধর্ষকের শাস্তি চাই, আরজি মান্দসৌরে নির্যাতিতার বাবার ]

সাম্প্রতিক অতীতে দেশে একের পর এক গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটছে৷ কখনও গরুচোর সন্দেহে কখনওবা গো-মাংস বহনের ‘অপরাধে’ পিটিয়ে খুন করা হচ্ছে৷ একসময় খোদ প্রধানমন্ত্রীকে গণপিটুনি রুখতে বার্তা দিতে হয়েছিল৷ তাতেও অবশ্য কাজের কাজ কিছু হয়নি৷ পরপর বেশ কয়েকটি গণপিটুনিতে মৃত্যুর খবর সামনে আসে৷ মহারাষ্ট্রের ঘটনা এবার যেন সরাসরি এ নিয়ে প্রশ্ন তুলে দিল৷ যে কোনও ইস্যুতে উত্তেজিত জনতার এই তাণ্ডব কী করে থামানো যায় একপ্রকার দিশেহারা স্থানীয় প্রশাসন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement