Advertisement
Advertisement

Breaking News

Bahraich Rice Mill

বাহরাইচের রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত ৫ শ্রমিক, আহত একাধিক

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

5 Killed As Fire Breaks Out At Bahraich Rice Mill In UP
Published by: Amit Kumar Das
  • Posted:April 25, 2025 1:56 pm
  • Updated:April 25, 2025 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশে। বাহরাইচের এক রাইস মিলে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ৫ শ্রমিকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাহরাইচের দরগা থানা এলাকার রাজগরিয়া রাইস মিলে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাইস মিলের একটি অংশে ওয়েলন্ডিংয়ের কাজ চলছিল। সেই সময়ে কোনওভাবে আগুন ছিটকে এসে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ধান শুকনো করার ড্রায়ার ফেটে বড়সড় বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। পরে ঘটনাস্থলে আসে জেলাশাসক মনিকা রানি, এসপি রামনয়ন সিং, এএসপি নগর রামানন্দ কুশওয়াহা-সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement

এই দুর্ঘটনা প্রসঙ্গে দমকল আধিকারিক ভিশান গোন্ডা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় মিলের ড্রায়ার থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হচ্ছে।’ প্রাথমিক তদন্তে ওই আধিকারিকের দাবি, ‘মিলের মধ্য থেকে ধোঁয়া বের হতে দেখে পরিস্থিতি খতিয়ে দেখতে ভিতরে যান শ্রমিকরা। সেখানেই অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কবলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ৫ জনের। আহত তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।’

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার যাতে কোনওরকম সমস্যা না হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement