Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh Kanwariya

কানওয়ার যাত্রার শেষে বিপত্তি, উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ পুণ্যার্থী

ঝুলতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় পুণ্যার্থীদের গাড়ি।

5 kanwariya pilgrims died in Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 16, 2023 9:28 am
  • Updated:July 16, 2023 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানওয়ার যাত্রায় (Kanwar Yatra) গিয়ে মৃত্যু হল পাঁচ পুণ্যার্থীর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরুটে মিছিল করে যাওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। ঘটনাস্থলেই একজন পুণ্যার্থীর মৃত্যু হয়। পরে আরও চারজনের মৃত্যুর খবর মেলে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ৪২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই চিকিৎসকদের অনুমান।

জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে ফিরছিলেন একদল পুণ্যার্থী। কানওয়ার যাত্রা সেরেই গ্রামে ঢোকার পথে বিপত্তি। বিপজ্জনকভাবে ঝুলতে থাকা বিদ্যুতের একটি খোলা তারে আটকে যায় তাঁদের গাড়ি। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে গিয়ে পরপর বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। একসঙ্গে প্রায় ৪০ জন পুণ্যার্থী আহত হন।

Advertisement

[আরও পড়ুন: ১০৬ দিনের মাথায় চার্জশিট সিট, কয়লা মাফিয়া রাজু ঝা খুনে অভিযুক্ত পাঁচ]

কোনওমতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুণ্যার্থীদের উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মণীশ নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়। আরও চারজন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেন তাঁরা। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতেই এমন বড় দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি গ্রামবাসীদের। দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ অনড় থাকেন তাঁরা। প্রসঙ্গত, ভারতের বৃহত্তম ধর্মীয় যাত্রার মধ্যে অন্যতম এই কানওয়ার যাত্রা।

[আরও পড়ুন: মালিকের ১৬ লাখ হাতিয়ে উল্লাস, সুন্দরীদের সামনে টাকা ওড়াতে গিয়েই জালে কর্মচারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement