Advertisement
Advertisement
Ram Mandir

২০১৯-এ অযোধ্যা মামলার রায় দেওয়া ৫ বিচারপতিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ

অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর সংযম পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

5 judges who gave verdict in the Ayodhya case were invited to the inauguration of the Ram Mandir। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 19, 2024 9:06 pm
  • Updated:January 19, 2024 9:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সেই উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে ভগবান রামের জন্মভূমি। ওইদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। অতিথিদের তালিকায় রয়েছেন বলিউড তারকা, শিল্পপতি থেকে ক্রিকেটাররা । এবার রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো পেলেন, সুপ্রিম কোর্টের সেই ৫ বিচারপতিও যাঁরা ৫ বছর আগে অযোধ্যায় মন্দির তৈরির পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছিলেন। 

২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছিল শীর্ষ আদালতের বেঞ্চ। সেই বেঞ্চের সদস্যরা হলেন তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট, ২২ জানুয়ারির অনুষ্ঠানে এই ৫ জনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমানে ডি ওয়াই চন্দ্রচূড় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। রঞ্জন গগৈ রাজ্যসভার সাংসদ। বাকি সকলেই অবসর নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সিদ্দারামাইয়ার সামনেই ‘মোদি মোদি’ শব্দব্রহ্ম কর্নাটকে, মুখ্যমন্ত্রীর ‘জ্বালা’ বাড়িয়ে কী বললেন প্রধানমন্ত্রী]

৫ বছর আগে ৯ নভেম্বর শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়ের দীর্ঘ প্রতিলিপি পড়ে জানিয়েছিলেন, অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম জন্মভূমি ন্যাসের অধীনে। মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমিও বরাদ্দ করা হয়েছিল। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মামলার একটানা চল্লিশ দিন ধরে শুনানি হয়েছিল। যা শেষ হয়েছিল ১৬ অক্টোবর।

সেসময় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “অযোধ্যা মামলার রায় ঐতিহাসিক। নতুন করে দেশের গণতন্ত্রের জোর, ঐক্য প্রমাণিত হল।” ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর সংযম পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাবেন প্রধানমন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement