প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। মৃত ৩ শিশু-সহ অন্তত পাঁচজন। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জন। মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan CM Ashok Gehlot)।
বুধবার রাতে রাজস্থানের উদয়পুর (Udaipur) জেলার নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় ৩ শিশু-সহ পাঁচজনেক মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আঘাত নিয়ে হাসপাটালে চিকিৎসাধীন। অভিযোগ, গাড়িটিতে অতিরিক্ত যাত্রী ছিল। দুর্ঘটনা প্রসঙ্গে উদয়পুরের পুলিশ সুপার মনোজ চৌধুরী জানান, “এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ১৩ জন জখম।”
দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইটারে তিনি লিখেছেন, “উদয়পুরে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উদয়পুর-ঝাদোল সড়কে ঘটেছে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। কঠিন সময়ে ঈশ্বর তাঁদের লড়াই করার শক্তি দিন। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।”
उदयपुर में उदयपुर-झाडोल मार्ग पर हुए हादसे में 5 लोगों की मृत्यु अत्यंत दुखद है। शोकाकुल परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं, ईश्वर उन्हें इस कठिन समय में सम्बल प्रदान करें एवं दिवंगतों की आत्मा को शांति प्रदान करें। दुर्घटना में घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।
— Ashok Gehlot (@ashokgehlot51) April 13, 2022
প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটছে রাজস্থানে। মঙ্গলবারই বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর মিলেছিল। জখম হন অন্তত ২০ জন। একের পর এক দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে রাজস্থানের প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.