Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

মরণকূপ! বিড়াল উদ্ধারে পরপর কুয়োয় নেমে মৃত একই পরিবারের ৫

দীর্ঘ চেষ্টার পর এক যুবককে বাঁচাতে সক্ষম হন উদ্ধারকারীরা।

5 family members died in Abandoned Well in bid to Save Cat in Maharashtra
Published by: Amit Kumar Das
  • Posted:April 10, 2024 4:31 pm
  • Updated:April 10, 2024 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের। দীর্ঘ চেষ্টার পর ওই পরিবারের আরও এক সদস্যকে কোনওমতে বাঁচাতে সক্ষম হল প্রশাসন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) আহমেদনগর জেলার ওয়াডকি গ্রামে দীর্ঘক্ষণ ধরে উদ্ধার কাজ চালানোর পর কুয়ো থেকে ৫ টি দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কুয়োটি। স্থানীয় কৃষকেরা সেটিকে আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করত। মঙ্গলবার বিকেলের দিকে ওই কুয়োতে পড়ে যায় একটি বিড়াল। তাঁকে উদ্ধার করতে কুয়োর মধ্যে ঝাঁপ দেন এক যুবক। দীর্ঘক্ষণ ধরে সে কুয়ো থেকে উঠছে না দেখে কুয়োয় নামতে গিয়ে পড়ে যান পরিবারের আর এক সদস্য। এভাবেই একে একে কুয়োর মধ্যে নেমে আর উঠতে পারেননি পরিবারের ৬ জন সদস্য। বিষয়টি গুরুতর বুঝে ঘটনাস্থলে আসেন এলাকার লোকজন। খবর দেওয়া হয় পুলিশকেও।

Advertisement

প্রশাসনের তরফে জানা যাচ্ছে, রাতে ওই কুয়োতে উদ্ধারকাজে নামে উদ্ধারকারী দল। দীর্ঘ চেষ্টার পর রাত ১১ টিএ নাগাদ এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর একে একে পরিবারের বাকি ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের তরফে জানা গিয়েছে, বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ জমে ছিল কুয়োর ভিতর। তা সরিয়ে উদ্ধারকাজ চালাতে রীতিমতো সমস্যা হচ্ছিল। শেষে স্থানীয় পুরসভা থেকে ২টি পাম্প নিয়ে এসে জল তুলে দেহ উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় নেভাসা থানার পুলিশ আধিকারি ধনঞ্জয় যাদব জানান, ওই ৬ জনের মধ্যে মানিক নামে এক যুবক কোমরে দড়ি বেঁধে কুয়োর মধ্যে নেমেছিলেন। যার ফলে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কুয়ো থেকে জীবিত উদ্ধার হওয়া যুবক বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement