সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাসায়নিক কারখানায় পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিপত্তি। মহারাষ্ট্রের পালঘরের ওই বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশের এলাকা। বিস্ফোরণে মৃত ছয়। জখম আরও ছয়। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জখমদের চিকিৎসার ভার রাজ্য বহন করবে বলে জানিয়েছেন পালঘরের জেলাশাসক কৈলাশ শিন্ডে।
#Maharashtra: 5 people dead & 6 injured in the fire that broke out at a chemical factory in Boisar, Palghar today. pic.twitter.com/hnqyS4GpSI
— ANI (@ANI) January 11, 2020
শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে পালঘরের বোইসার শিল্পতালুক এলাকা।বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে কারখানা সংলগ্ন ১৫ কিলোমিটার এলাকায় কম্পন অনুভূত হয়। ধসে পড়ে কারখানার বিল্ডিংটির একাংশ। বিস্ফোরণের পরই কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। পরিস্থিতির উপর নজর রাখে মুখ্যমন্ত্রীর দফতর। জানা গিয়েছে, কারখানায় বয়লারে চাপের পরিবর্তন করা হচ্ছিল। সেইসময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ।
Palghar District Magistrate, Kailash Shinde: CM has announced ex-gratia of Rs 5 Lakh each to the next of the kin of the deceased. The state govt will bear the expenses of all the injured. https://t.co/DctBJhLWAR pic.twitter.com/GFI2dukqfn
— ANI (@ANI) January 12, 2020
এদিন সন্ধের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শক্তিশালি কোনও বোমা বিস্ফোরণ হয়েছে। কেঁপে উঠেছিল আশপাশের এলাকা। আশপাশের কারখানা থেকে সকলে বেড়িয়ে আসেন। পরে বোঝা যায় কারখানার বয়লারে বিস্ফোরণ হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.