Advertisement
Advertisement

Breaking News

Punjab

কানাডায় বসে ভারতে অপরাধ চক্র! পাঞ্জাবে গ্রেপ্তার খালিস্তানি লখবীর গ্যাংয়ের ৫ সদস্য

গত বছর ডিসেম্বরে লখবীর লান্ডাকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

5 aides of Khalistani terrorist Lakhbir Landa arrested in Punjab

অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার বিদেশি পিস্তল।

Published by: Amit Kumar Das
  • Posted:June 30, 2024 6:34 pm
  • Updated:June 30, 2024 6:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার মাটিতে বসে ভারতের মাটিতে অপরাধ চক্রের জাল বিছিয়েছে খালিস্তানি জঙ্গি লখবীর সিং লান্ডা। খুন, তোলাবাজি থেকে মাদক পাচার পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলে অবাধে চলছিল অপরাধ। তদন্তে নেমে টানা ১৫ দিন অভিযান চালিয়ে লখবীর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে মাদকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৪ বিদেশি বন্দুক।

রবিবার পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, “খালিস্তানি জঙ্গি লখবীর গ্যাংয়ের সদস্যদের খোঁজে গত ১৫ দিন ধরে অভিযান চালাচ্ছিল জলন্ধর পুলিশ কমিশনারেট। পাকিস্তান থেকে অস্ত্রের পাশাপাশি মাদক পাচার, তোলাবাজি, খুনের মতো একাধিক অপরাধে যুক্ত ছিল অভিযুক্তরা। পাঞ্জাবের একাধিক জেলায় অপরাধ চক্র চালাচ্ছিল এই লখবীর গ্যাং। তদন্তে নেমে ৫ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ বিদেশি পিস্তল।”

Advertisement

[আরও পড়ুন: তৃতীয় বার ক্ষমতায় এসেই প্রথম ‘মন কি বাত’ মোদির, বৃক্ষরোপণে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী]

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে কানাডা নিবাসী খালিস্তানি নেতা লখবীর লান্ডাকে জঙ্গি হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩৩ বছর বয়সি লখবীর খালিস্তানি সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনালের সদস্য। ২০২১ সালে মোহালিতে পাঞ্জাব পুলিশের সদর দপ্তরে রকেট হামলা চালানোর ছক কষেছিল এই লখবীর। শুধু তাই নয়, ২০২২ সালে পাঞ্জাবের সারহালি থানায় হামলার ঘটনায় উঠে এসেছিল এই খালিস্তানি জঙ্গির নাম। তদন্তকারীদের দাবি, একাধিক অপরাধে অভিযুক্ত লখবীর গ্রেপ্তারি এড়াতে ভারত ছেড়ে কানাডা চলে যায়। বর্তমানে সেখানে বসেই ভারত বিরোধী ষড়যন্ত্রের পাশাপাশি পাঞ্জাবের মাটিতে অপরাধের জাল বিছাতে শুরু করেছিল সে।

Advertisement

[আরও পড়ুন: ‘চিন্তার কিছু নেই’, শূন্যে বন্দি সুনীতাকে নিয়ে বড় বার্তা ISRO প্রধানের]

অন্যদিকে, পাক সীমান্তবর্তী পাঞ্জাবে বেআইনি মাদকের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন সেখানকার আপ সরকার। মাদকের কারবার রুখতে সেখানে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এরই মাঝে সম্প্রতি অমৃতসরের নুরপুর গ্রামে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। এদের মধ্যে দুজন সম্পর্কে পিতা ও পুত্র। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। মাদক বিক্রি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাদের। পাশাপাশি তাদের কাছে থেকে মাদক পাচারের নগদ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ