প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন পথ পেরিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের খোঁজে আমেরিকা পাড়ি দিয়েছিলেন ওঁরা। সেই স্বপ্ন পরিণত হল ভয়ংকর দুঃস্বপ্নে! চতুর্থ দফায় এমন ১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরাল আমেরিকা। এবার আর অমৃতসর নয়, রবিবার রাতে মার্কিন বিমান পৌঁছল নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
এদিন পানামা হয়ে দিল্লিতে পৌঁছয় বিমানটি। জানা গিয়েছে, ১২ জনের মধ্যে চার জন পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। তাঁরা ইতিমধ্যে ঘরের ফেরার উদ্দেশে রওনা দিয়েছেন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ১১২ জনকে অবৈধ অভিবাসীকে ফিরিয়েছিল আমেরিকা। তার আগের দুই দফায় ৫ ও ১৫ ফেব্রুয়ারি ১০৪ ও ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরায় ট্রাম্প প্রশাসন। অর্থাৎ এখনও পর্যন্ত ৩৪৪ জন ভারতীয়কে ফেরাল আমেরিকা।
প্রসঙ্গত, মোদি-ট্রাম্প বৈঠকের পরে অবৈধ অভিবাসী ফেরানো নীতিতে বদল করেছে আমেরিকার! শিকলমুক্ত হয়েছেন আমেরিকা থেকে ভারতে আসা অবৈধবাসীরা! এই ইস্যুতে সম্প্রতি মুখ খুলেছে বিদেশমন্ত্রক। এই বিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শেষ দুই দফায় যে ২২৮ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে সেখানে মহিলা ও শিশুদের শিকলবন্দি করা হয়নি। যা কিছুটা স্বস্তির হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কী সরকার মেনে নিচ্ছে মহিলা ও শিশুরা রেহাই পেলেও, পুরুষরা রেহাই পাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.