সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ফের স্বস্তি। রবিবারের পর সোমবার কিছুটা হলেও কমল দৈনিক করোনা সংক্রমণ। দেশে ভাইরাসের থাবায় মৃতের সংখ্যাও নিম্নমুখী। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে আমজনতা।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৪৯ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯ লক্ষ ৯ হাজার ৯৬০ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। দেশজুড়ে এখনও পর্যন্ত কোভিডের বলি ১ লক্ষ ১৯ হাজার ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ৫৯ হাজার ১০৫ জন। যা একদিনে আক্রান্তের তুলনায় যথেষ্ট বেশি। তার ফলে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ লক্ষ ৩৭ হাজার ২২৯ জন। এই পরিস্থিতিতে দেশে সুস্থতার হারই স্বস্তি জোগাচ্ছে আমজনতাকে।
With 45,149 new #COVID19 infections, India’s total cases surge to 79,09,960. With 480 new deaths, toll mounts to 1,19,014 .
Total active cases are 6,53,717 after a decrease of 14,437 in last 24 hrs
Total cured cases are 71,37,229 with 59,105 new discharges in last 24 hrs pic.twitter.com/STmOrxDPzg
— ANI (@ANI) October 26, 2020
এখনও ভ্যাকসিন আসেনি। তাই টেস্টের সংখ্যা যত সম্ভব বাড়ানোর চেষ্টা চলছে। ICMR-এর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৩৯ হাজার ৩০৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। তার ফলে এখনও পর্যন্ত কোভিড টেস্টের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ১০ কোটি ৩৪ লক্ষ ৬২ হাজার ৭৭৮।
Total 10,34,62,778 samples tested for #COVID19 up to 25th October. Of these 9,39,309 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/nObiHxDE4E
— ANI (@ANI) October 26, 2020
উৎসবের মরশুমে করোনা সংক্রমণের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কাপ্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তবে দেশজুড়ে কোভিড আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমায় কিছুটা হলেও স্বস্তিতে প্রায় সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.