Advertisement
Advertisement

অ্যাক্সিস ব্যাঙ্কে আয়কর বিভাগের হানা, উদ্ধার ১০০ কোটি

কালো টাকা সাদা করতে ব্যবহার করা হচ্ছিল ৪৪টি ভুয়া অ্যাকাউন্ট৷

44 Fake Accounts With Rs. 100 Crore Found In Raids On Delhi Axis Bank Branch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 5:11 pm
  • Updated:August 17, 2021 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাক্সিস ব্যাঙ্কে আয়কর বিভাগের হানা৷ দিল্লির চাঁদনি চকে ব্যাঙ্কের শাখায় হানা দিয়ে আয়কর বিভাগের অফিসাররা ৪৪টি ভুয়া অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করলেন৷ গত ৮ নভেম্বর থেকে ওই ভুয়া অ্যাকাউন্টগুলিতে পুরনো নোটে প্রায় ১০০ কোটি টাকা জমা পড়েছিল৷ সেই টাকা শুক্রবার উদ্ধার করেছেন আয়কর বিভাগের কর্তারা৷ নোট বাতিল হওয়ার পর থেকে প্রায় ৪৫০ কোটি টাকা জমা পড়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের ওই শাখায়৷ এই হিসাব দেখেই সন্দেহ হয়েছিল আয়কর বিভাগের কর্তাদের৷

সূত্রের খবর, ওই শাখায় ৪৪টি ভুয়া অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার কাজ চলছিল৷ নকল নথি ব্যবহার করে তৈরি করা হয়েছিল ভুয়া অ্যাকাউন্টগুলি৷ আয়কর বিভাগের কর্তাদের সন্দেহ, ওই বিপুল পরিমাণ টাকা দিয়ে সম্ভবত সোনা কেনার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের৷ গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন৷ এই নিয়ে অন্তত দু’বার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অ্যাক্সিস ব্যাঙ্কের৷ এর আগে, মধ্য দিল্লিতেই অ্যাক্সিস ব্যাঙ্কের আরেকটি শাখা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার নতুন নোট-সহ দুই ব্যক্তিকে আটক করেন আয়কর বিভাগের কর্তারা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement