চলতি সপ্তাহেই রাশিয়াকে পেরিয়ে যেতে পারে দেশের আক্রান্তের সংখ্যা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৬ লক্ষের গণ্ডি। আনলক শুরু হওয়ার পর থেকেই উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সেই ধারা বজায় থাকল বৃহস্পতিবারও। একদিনে নতুন করে সংক্রমিত হলেন ১৯ হাজারেরও বেশি মানুষ। যার জেরে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল ৬ লক্ষের গণ্ডি।
434 deaths and 19,148 new #COVID19 cases in the last 24 hours. Positive cases in India stand at 6,04,641 including 2,26,947 active cases, 3,59,860 cured/discharged/migrated & 17834 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/rlKaWwgkXy
— ANI (@ANI) July 2, 2020
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪ হাজার ৬৪১ জন। এদের মধ্যে ৩ লক্ষ ৫৯ হাজার ৮৬০
জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ২৬ হাজার ৯৪৭ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার বেশি। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে। রাশিয়া আর ভারতের সংক্রমণের সংখ্যার পার্থক্য মাত্র ৫০ হাজার। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে হারে সংক্রমণ বাড়ছে তাতে চলতি সপ্তাহেই রাশিয়াকে টপকে যেতে পারে ভারত।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে COVID-19 আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭ হাজার ৮৩৪ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ২৯ হাজার ৫৮৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৯০ লক্ষ ৫৬ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পরীক্ষার হার লাগাতার বাড়ানোর চেষ্টা করছে সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.