Advertisement
Advertisement

Breaking News

জাল নোট-সহ ধৃত ‘মেক ইন ইন্ডিয়া’র পুরস্কারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার

৪২ লক্ষ টাকার নতুন দু’হাজার টাকার নোট উদ্ধার হয়েছে অভিনব বর্মার কাছ থেকে৷

42 lakh fake notes seized from Make in India awardee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 7:23 pm
  • Updated:December 3, 2016 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার জাল নোট-সহ ধৃত ‘মেক ইন ইন্ডিয়া’র পুরস্কারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অভিনব বর্মা৷ বুধবার মোহালির বকরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিনবকে৷ গ্রেফতার করা হয়েছে অভিনবর খুড়তুতো বোন বিশাখা বর্মা ও লুধিয়ানার বাসিন্দা ব্যবসায়ী সুমন নাগপালকেও৷

অভিযোগ, ওই তিনজন মিলে জাল ওই নোটগুলি দিয়ে রীতিমত ব্যবসা শুরু করে দিয়েছিলেন৷ ২০০০ টাকার ওই নোটগুলির বিনিময়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট এক্সচেঞ্জ করছিলেন তারা৷ এর জন্য ৩০ শতাংশ পর্যন্ত কমিশনও নিচ্ছিলেন৷

Advertisement

মোহালির এসপি (শহর) পরমিন্দর সিং জানিয়েছেন, বুধবার নতুন একটি লাক্সারি অডি এসইউভি থেকে ৪২ লক্ষ টাকা নতুন ২০০০ টাকার নোট-সহ তিনজনকে গ্রেফতার করা হয়৷ এই ধরণের গাড়ি সাধারণত ভিভিআইপি-রাই ব্যবহার করে থাকেন৷

২১ বছরের অভিনব গত বছর দাবি করেছিলেন, তিনি অন্ধ ব্যক্তিদের জন্য একটি ‘লাইভ ব্রেইল’ সিস্টেম ডেভলপ করেছেন৷ এই ওয়্যারেবল ডিভাইসটি পরে তাঁরা ওয়াকিং স্টিক ছাড়াও হাঁটতে পারবেন৷ তার এই আবিষ্কার মেক ইন ইন্ডিয়ার অধীনে এই বছর বাণিজ্যিকভাবে লঞ্চ করা হয়৷ ঘটনায় আরও দু’জন জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement