সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ-তিরিশ নয়৷ এক্কেবারে ৪২ ফুট লম্বা, দৈত্যাকার একটি মৃত তিমি মাছ ভেসে এল পুরীর সৈকতে৷ রবিবার সেই দৃশ্য দেখার জন্য পুরীর বৈধারা পেন্থা সৈকতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ৷
স্থানীয়রাই প্রথমে ওই বৃহদাকার তিমিটি দেখতে পেয়ে বন দফতরে খবর দেন৷ তারপর, কর্মীরা এসে ডাঙায় তোলেন তিমিটিকে৷ ফরেস্ট রেঞ্জার অচ্চুথ্যানন্দ দাস জানান, ৪২ ফুট লম্বা এবং ২৮ ফুট চওড়া এই বিরল প্রজাতির তিমি সাধারণত প্রশান্ত মহাসাগরে দেখা যায়৷ তিমির মৃতদেহের ময়নাতদন্তের পর স্পষ্ট হবে, কী করে তার মৃত্যু ঘটেছে৷
এরকম সাদা তিমি খুব একটা দেখা যায় না৷ সম্ভবত, তিমিটি ১০-১৫ দিন আগেই মারা গিয়েছে৷ তারপর তার দেহ সমুদ্রের স্রোতে ভেসে পুরীর তীরে পৌঁছেছে বলে প্রাথমিক ধারণা বন দফতরের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.