সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার আতঙ্কের মধ্যেও খানিকটা স্বস্তির খবর। পরপর দুদিন দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে। রবিবার প্রায় ২০ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ হলেও, সোম এবং মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যাটা খানিকটা হলেও কমেছে। সোমবার নতুন সংক্রমণ ছিল সাড়ে ১৯ হাজারের কাছাকাছি। মঙ্গলবার তা নেমে এল সাড়ে ১৮ হাজারে।
418 deaths and 18,522 new #COVID19 cases in the last 24 hours; Positive cases in India stand at 5,66,840 including 2,15,125 active cases,3,34,822 cured/discharged/migrated & 16,893 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/7tw1fTBYxz
— ANI (@ANI) June 30, 2020
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৫২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৬ হাজার ৮৪০ জন। এদের মধ্যে ৩ লক্ষ ৩৪ হাজার ৮২২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ১৫ হাজার ১২৫ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৮৯৩ জনে। মৃতের সংখ্যার নিরিখেও ক্রমাগত উপরের সারিতে উঠছে ভারত। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ১০ হাজার ২৯২ জনের। এখনও পর্যন্ত দেশে মোট ৮৬ লক্ষ ৮ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সরকার পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
The total number of samples tested up to 29 June is 86,08,654 of which 2,10,292 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/wEaE4lERVS
— ANI (@ANI) June 30, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.