Advertisement
Advertisement
Indian Students

মাত্র ৫ বছরে ৪০৩ ভারতীয় পড়ুয়ার মৃত্যু বিদেশে, অধিকাংশই কানাডায়!

কেন বাড়ছে বিদেশে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর সংখ্যা? উঠছে প্রশ্ন।

403 Indian students died in 5 years, mostly in Canada | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 8, 2023 9:42 am
  • Updated:December 8, 2023 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচ বছরেই বিদেশের পড়াশোনা করতে যাওয়া ৪০৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে। তার মধ্যে অধিকাংশই কানাডায় (Canada) গিয়েছিলেন। চাঞ্চল্যকর এই পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্র। তার পরেই প্রশ্ন উঠেছে, সরকার কি আদৌ বিদেশে পাঠরত পড়ুয়াদের সমস্যায় তাদের পাশে দাঁড়ায়? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। উল্লেখ্য, খলিস্তানি নেতা খুনের ঘটনায় কার্যত তলানিতে এসে ঠেকেছে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে এই পরিসংখ্যান।

বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন ভারতীয় পড়ুয়াদের নিয়ে এই পরিসংখ্যান প্রকাশ করেন মুরলীধরন। সেখানে দেখা যাচ্ছে, ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত বিদেশে থাকাকালীন মৃত্যু হয়েছে ৪০৩ জন পড়ুয়ার। তার মধ্যে ৯১ জনই কানাডায় পড়াশোনা করতে গিয়েছিলেন। কানাডার পরেই এই তালিকায় রয়েছে ব্রিটেন। সেদেশে প্রাণ হারিয়েছেন ৪৮ জন ভারতীয় পড়ুয়া। তালিকায় রয়েছে রাশিয়া (Russia), মার্কিন যুক্তরাষ্ট্র (USA), অস্ট্রেলিয়া, জার্মানি, ইউক্রেনের মতো দেশগুলো।

Advertisement

[আরও পড়ুন: চূড়ান্ত কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস, ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপে কারা?]

তার পরেই প্রশ্ন উঠছে, বিদেশে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়ারা সমস্যায় পড়লে কি ভারতীয় দূতাবাসের সাহায্য পান? বিদেশ প্রতিমন্ত্রী জানান, “ভারতীয় পড়ুয়ারা যেন বিদেশে সুরক্ষিত থাকেন, সেটা নিশ্চিত করা কেন্দ্র সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনও সমস্যা হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের আধিকারিকদের জানানো হয় যেন দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও সমস্ত রকম প্রয়োজনে পড়ুয়াদের পাশে থাকে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাস।”

কিন্তু বিদেশে থাকাকালীন ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা এত বেড়ে গিয়েছে কেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র অরিন্দম বাগচি জানান, আগের তুলনায় অনেক ভারতীয় পড়ুয়া বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন। তাঁর মতে, “এই বিষয়টিতে সরকারের হস্তক্ষেপ আদৌ প্রয়োজন কিনা জানা নেই। তবে অনেক সময়েই ব্যক্তিগত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে আমাদের দূতাবাসগুলো।”

[আরও পড়ুন: নির্বাচনে হারের পরই বিপত্তি, হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement