সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও বাড়ছে পেট্রলের দাম তো আবার কখনও ঊর্ধ্বমুখী ডিজেলের দাম৷ তেলের দাম কমা বাড়ায় নাভিশ্বাস আমজনতার৷ এবার রাজধানীতে নতুন সমস্যা৷ সপ্তাহের শুরুতেই ভোগান্তির শিকার রাজধানীবাসী৷ সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত মোট ৪০০টি পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের৷ পেট্রল-ডিজেলে কেজরিওয়াল সরকার ভ্যাট না কমানোয় এহেন পদক্ষেপ দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের৷ যদিও বিজেপি চক্রান্ত করে এই বনধ ডেকেছে বলেই দাবি কেজরিওয়াল সরকারের৷
#Visuals from a petrol pump in Delhi as a protest has been called by Delhi Petrol Dealers Association against Delhi govt’s refusal to reduce VAT on diesel & petrol. All 400 petrol pumps along with linked CNG dispensing units will remain shut from 6 am today to 5 am tomorrow pic.twitter.com/rj0nKsLe3d
— ANI (@ANI) October 22, 2018
দিল্লি পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এই ৪০০টি পেট্রল পাম্পের সঙ্গে জড়িয়ে রয়েছে সিএনজি স্টেশনও৷ পেট্রল-ডিজেল চালিত গাড়ি ছাড়াও সিএনজি চালিত অটো-ট্যাক্সিচালকদেরও এই বনধের জেরে সমস্যায় পড়তে হয়৷ যাঁদের কাছে পেট্রল পাম্প বন্ধ থাকার খবর ছিল, তাঁরা সময়ের আগেই ভিড় জমান পেট্রল পাম্পগুলিতে৷ তবে যাঁদের কাছে খবর ছিল না, সমস্যায় পড়েন তাঁরাই৷ কারণ সপ্তাহের শুরুতে সোমবার অটো-ট্যাক্সির ব্যবহার সব থেকে বেশি হয়, আর তার জেরে টানা ২৪ ঘণ্টা বনধে টান পড়ে অনেকের রুটিরুজিতে৷
একশোর গণ্ডি ছোঁয়ার আগে ক্রমশই ভারতে কমছে জ্বালানি তেলের মূল্য৷ উৎসবের মরশুমে কমে তেলের দাম৷ সোমবার নতুন করে দাম কমে জ্বালানি তেল পেট্রল এবং ডিজেলের। সপ্তাহের শুরুতে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৮১ টাকা ৪৪ পয়সা৷ এদিন ৩০ পয়সা কমে পেট্রলের দাম৷ ২৭ পয়সা কমে এদিন রাজধানীতে ডিজেলের দাম ৭৪ টাকা ৯২ পয়সা৷ দাম কমলেও দিল্লিতে সোমবার সকাল থেকে মোট ৪০০টি পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্তে নাকাল রাজধানীবাসী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.