Advertisement
Advertisement

১০ টাকার নোটে গাড়ি কিনে পুলিশের জালে তরুণ

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকিদের পরিচয় পায়৷

4 youth looted SBI Branch nad bought car using Rs 10 notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 4:59 pm
  • Updated:December 11, 2016 4:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের চোখে ধুলো দিয়ে চার বন্ধু বিলাসবহুল জীবনযাপনের জন্য আশ্রয় নিয়েছিল ১০ টাকার নোটের৷ কিন্তু শেষরক্ষা হল না৷ পুলিশের জালে ধরা পড়তেই হল৷

উত্তর প্রদেশের সাহারানপুর জেলার ঘটনা৷ গত মাসে ওই জেলার এক গ্রামের এসবিআই ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা লুট করে চার বন্ধু৷ যার মধ্যে ৫ লক্ষ টাকা ছিল ১০ টাকার নোটের এবং বাকি ৫ লক্ষ ছিল ২০ টাকার নোটের৷ পুলিশের সন্দেহ এড়াতেই বুদ্ধি করে ৫০০ বা ২০০০-এর নোট নেয়নি তারা৷ কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা লুট করার পর থেকেই তাদের চালচলনে বিপুল পরিবর্তন আসে৷ প্রতিদিন রাতে চলত পার্টি৷ ১০ টাকার নোট দিয়ে একটি পুরনো গাড়িও কিনে ফেলেছিল তারা৷ তাদের জীবনযাপনে এমন আচমকা পরিবর্তন নজরে লাগে কিছু গ্রামবাসীর৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নাসির নামে এক যুবককে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকিদের পরিচয় পায়৷ যদিও রাকেশ, আফজ এবং টিটু নামে বাকি তিন অভিযুক্ত পলাতক৷

Advertisement

সাহারানপুরের এসপি রফিক আহমেদ জানান, নাসিরের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও৷ পুলিশের অনুমান বাকি তিনজনের সন্ধান পেলেই বাকি অর্থ উদ্ধার করা যাবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement