Advertisement
Advertisement
Child Death

মর্মান্তিক! রাস্তায় পড়ে থাকা ‘বিষাক্ত’ টফি খেয়ে প্রাণ গেল ৪ শিশুর

টফি খেয়ে অচৈতন্য হয়ে পড়ে ৪ শিশু।

4 UP Children Died After Eating Toffees | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 23, 2022 4:19 pm
  • Updated:March 23, 2022 5:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মর্মান্তিক মৃত্যু হল ৪ শিশুর। রাস্তায় পড়ে থাকা টফি খেয়ে প্রাণ গেল তাদের। মৃতদের বয়স ৩ থেকে ৭ বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের কুশিনগর এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে উত্তরপ্রদেশের কুশিনগরের কাস্য এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত শিশুরা মুশার উপজাতি পরিবারের সন্তান। ‘বিষাক্ত’ টফি খেয়ে মৃত্যু হয়েছে মাঞ্জানা (৫), সুইটি (৩), সমর (২) ও অরুণ (৫) নামে চার শিশুর। এদের মধ্যে মাঞ্জানা, অরুণ ও সমর ভাইবোন। বছর পাঁচেকের অরুণ তাদের প্রতিবেশী।

Advertisement

[আরও পড়ুন: কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিপাকে হিরো মোটোকর্প, সংস্থার ২৫টি ঠিকানায় আয়কর হানা]

গ্রামবাসীরা জানিয়েছেন, দিলীপনগরের বাসিন্দা মুখিয়া দেবী এদিন সকালে যখন ঘর ঝাঁট দিচ্ছিলেন, সেই সময়ে ঘরের সামনের রাস্তায় একটি প্লাস্টিকের ব্যাগ পান তিনি। তার মধ্যে ছিল পাঁচটি টফি ও কয়েকটি কয়েন। মুখিয়া দেবী তাঁর তিন নাতিকে ওই টফি খেতে দেন, সেই সময় তিন ভাইবোনের সঙ্গে খেলতে এসেছিল পাশের বাড়ির অরুণও। তাকেও একটি টফি দেন তিনি।

টফি খাওয়ার পরেই অচৈতন্য হয়ে পড়ে ৪ শিশু। ক্রমশ তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর দ্রুত তাদের স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসার সুযোগ মেলেনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ইতিমধ্যে ওই ৪ শিশুর মৃত্যু হয়েছে।

[আরও পড়ুন: বিজেপির পালটা! রামপুরহাট কাণ্ডে এবার অমিত শাহের কাছে যাচ্ছে তৃণমূল]

এদিকে ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশে পুলিশ। টফি খেয়ে কীভাবে শিশুদের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। কুড়িয়ে পাওয়া ব্যাগে থেকে যাওয়া একটি টফি উদ্ধার করেছে পুলিশ। সেটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে চিকিৎসকরা বলছেন, খাবারে বিষক্রিয়ার জেরে ঘটনা ঘটেছে। তবে তদন্ত এখনও বাকি বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার তদন্তের নির্দেশ ছাড়াও যোগী সরকার জানিয়েছে, প্রশাসন ওই সন্তানহারা পরিবারের পাশে যাবতীয় সাহায্যের জন্য রয়েছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement