Advertisement
Advertisement
J&K

ফের রক্তাক্ত কাশ্মীর! সোপিয়ানে সেনার গুলিতে খতম চার জঙ্গি

এদিকে সেনাবাহিনীর গাড়ি উলটে প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান।

4 terrorists killed in encounter at Shopian। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:April 14, 2022 6:49 pm
  • Updated:April 14, 2022 6:49 pm

মাসুদ আহমেদ, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে (J&K) জঙ্গিদমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কেন্দ্রশাসিত অঞ্চলের সোপিয়ান (Shopian) জেলার বদিগামে খতম হল অন্তত ৪ জঙ্গি (Terrorist)। যদিও ঘটনাস্থলে পৌঁছনোর সময় দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর একটি গাড়ি উলটে যায়। তাতে দুই সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। এখনও ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, মনে করা হচ্ছে, নিহত জঙ্গিরা সকলেই লস্করের সদস্য। ঘটনাস্থলে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘১৫ বছরের মধ্যেই অখণ্ড ভারতের স্বপ্নপূরণ, বাধা দিলে গুঁড়িয়ে দেওয়া হবে’, হুঙ্কার RSS প্রধানের]

আগে থেকেই খবর ছিল, ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে। তাই পুলিশ ও সেনার যৌথ তরফে সেখানে তল্লাশি চালানো হচ্ছিল। এই সময়ই হঠাৎ জঙ্গিরা গুলি চালাতে শুরু করে বাহিনীর উপরে। বাহিনীও তখন পালটা জবাব দেয়। এতেই খতম হয় চার জঙ্গি। জানা গিয়েছে, সকলেই স্থানীয় বাসিন্দা। তারা লস্করের সদস্য ছিল।

এদিকে ঘটনাস্থলে পৌঁছনোর সময় দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ যায় দুই জওয়ানের। তাঁদের গাড়িটি উলটে যাওয়াতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত সোমবারই কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। তাদের একজন পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। আসলে মার্চের মাঝামাঝি থেকে কাশ্মীরে ফের জঙ্গি উপদ্রব বেড়েছে। এবার উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে জেহাদিরা মূলত নির্বাচিত জনপ্রতিনিধি এবং ভিনরাজ্যের শ্রমিকদের টার্গেট করছে। বুধবার সন্ধ্যাতেও সতীশ কুমার সিং নামের এক গাড়ি চালককে গুলি করে খুন করে জেহাদিরা। হস্পতিবার সতীশের মৃত্যু হয়। সতীশের মৃত্যুতে উপত্যকার সংখ্যালঘু অমুসলিমরা রীতিমতো আতঙ্কিত। কাশ্মীর পুলিশ অবশ্য জানিয়েছিল, এই ঘটনার সঙ্গে যুক্ত জেহাদিরা ছাড় পাবে না। আর সেই কারণেই তৎপর রয়েছে সেনাও।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশের অশান্ত টাউনে মাত্র ২ ঘন্টার জন্য শিথিল কার্ফু, বেরনোর অনুমতি শুধু মহিলাদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement