সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আকাশে ‘চিরশত্রু’ পাকিস্তানের পতাকা ওড়ার বিস্ফোরক অভিযোগ উঠল! যার জেরে চারজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। শুক্রবারের এমন ঘটনায় ছড়ায় চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যে গোরক্ষপুরের চৌরিচৌরায় দুই পরিবারের মোট চার জনের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের ছাদে পাক ঝাণ্ডা ওড়ান। যদিও গোরক্ষপুরের অ্যাডিশনাল এসপি মনোজ কুমার অবস্থি জানান, এমন অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তদের পরিবার। তাদের দাবি, ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেটিকেই পাক পতাকা ভেবে ভুল করা হয়েছে। তবে তাদের সেই ঝাণ্ডা ওড়ানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঘটে বিপত্তি। শুরু হয়ে যায় বিতর্ক। খবর যায় পুলিশের কানে। বিতর্ক থামাতে দ্রুত পতাকাটি নামিয়েও ফেলে দুই পরিবার।
অভিযুক্ত তালিম, পাপ্পু, আশিক এবং তাঁর ভাই আসিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ব্রাহ্মণ জনকল্যাণ সমিতির সভাপতি কল্যাণ পাণ্ডে। তাঁর অভিযোগ, “সোশ্যাল মিডিয়ায় পাক পতাকা ওড়ানোর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তা দেখেই স্থানীয় থানায় খবর দিই।” লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ ধারায় মামলা রুজু করে চৌরিচৌরা থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ অবশ্য অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও পাকিস্তানি পতাকা খুঁজে পায়নি বলেই খবর। পুলিশের হাতে চারটি ধর্মীয় পতাকা তুলে দেয় পরিবার। যেগুলিকে ভুলবশত পাকিস্তানের পতাকা মনে করা হয়েছিল। তবে বিষয়টিকে এত হালকাভাবে নেওয়া হচ্ছে না বলেই জানান গোরক্ষপুরের এসএসপি বিপিন তাডা। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁদের হাতে যে চারটি পতাকা এসে পৌঁছেছে, তার মধ্যে একটিতে ঊর্দু ভাষায় কী লেখা রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.